Covid transmission through aerosols: বাতাসে ভাসমান করোনা ভাইরাস থেকে বাঁচতে ঠিক কী কী করণীয়? কী বলছে কেন্দ্র
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
দ্বিতীয় ঢেউতে স্পষ্ট হয়েছে এই ভাইরাস বায়ুবাহিত। বৃহস্পতিবার প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসার (Principal Scientific Adviser) জানায় ১০ মিটার দূরত্ব পর্যন্ত এই ভাইরাস ছড়াতে পারে। এর পরেই কেন্দ্র করোনা নিয়ে আরও নতুন কিছু পরামর্শ দিয়েছে।
#নয়াদিল্লি: দ্বিতীয় ঢেউয়ে করোনার (Second wave corona) দাপটে ত্রস্ত গোটা দেশ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি হয়েছে বেশ কিছু গাইডলাইন। করোনা মহামারীর প্রথম থেকেই প্রশ্ন ছিল, এই ভাইরাস কি বায়ুবাহিত (airbone)? দ্বিতীয় ঢেউতে স্পষ্ট হয়েছে এই ভাইরাস বায়ুবাহিত। বৃহস্পতিবার প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসার (Principal Scientific Adviser) জানায় ১০ মিটার দূরত্ব পর্যন্ত এই ভাইরাস ছড়াতে পারে। এর পরেই কেন্দ্র করোনা নিয়ে আরও নতুন কিছু পরামর্শ দিয়েছে।
খোলামেলা ও সহজে বাতাস চলাচল করতে পারে এমন বাড়ি অথবা অফিস ব্যবহার করার কথা বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। কারণ যে ঘরে বাতাস সহজে যাতায়াত করতে পারে সেখানে একজনের থেকে আর একজনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম।
দেখে নেওয়া যাক হাওয়ায় ভাসমান (aerosols) করোনা সংক্রমণ থেকে বাঁচতে গাইডলাইনে কী কী বলা হচ্ছে-
advertisement
advertisement
১) সামাজিক দূরত্ব, মুখে মাস্ক তো আবশ্যিকই। তবে এছাড়া ঘরে যাতে সহজে হাওয়া চলাচল করতে পারে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এমনকি অফিসেও যাতে বাইরের হাওয়া যাতায়াত করতে পারে সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
২) যে ঘরে বাতাস ঢুকতে পারে না। বিশেষ করে বড় বহুতলে যেখানে সেন্ট্রাল এসি পদ্ধতি চলে সেখানে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেক্ষেত্রে সেন্টার এয়ার ফিল্টারেশন এর ব্যবস্থা করতে হবে যদি জানলা দিয়ে বাতাস চলাচল করার কোনও ব্যবস্থা না থাকে।
advertisement
৩) বড় অফিস, শপিং মল, অডিটোরিয়াম অথবা বদ্ধ এলাকাগুলিতে গ্যাবল ফ্যান এবং রুফ ভেন্টিলেটরের ব্যবস্থা করতে বলা হচ্ছে যাতে ভাইরাস যুক্ত হাওয়া নির্দিষ্ট পথ দিয়ে ঘরের বাইরে বেরোতে পারে।
৪) যেই বাড়ি বা অফিসে ভেন্টিলেশন পদ্ধতি খুব খারাপ সেখানে যাওয়া যতটা সম্ভব কমাতে হবে।
৫) মাস্ক পরার ব্যাপারে অধিক সচেতন হতে হবে। উপসর্গহীন ব্যক্তিও ভাইরাস ছড়াতে পারেন। তাই প্রতিটি ব্যক্তির মুখে যাতে দুটি মাস্ক বা N95 mask থাকে তা দেখতে হবে।
advertisement
৬) ঘরকে ভাইরাস মুক্ত করতে মাঝে মধ্যেই ডিসইসইনফেকট্যান্ট বা স্যানিটাইজার স্প্রে করতে হবে।
view commentsLocation :
First Published :
May 23, 2021 8:06 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid transmission through aerosols: বাতাসে ভাসমান করোনা ভাইরাস থেকে বাঁচতে ঠিক কী কী করণীয়? কী বলছে কেন্দ্র

