Black Fungus: ব্ল্যাক ফাঙ্গাস মহামারী, রাজ্যগুলিকে সচেতনতা বাড়ানোর নির্দেশ কেন্দ্রের, বাংলায় আক্রান্ত ৫

Last Updated:

কেন্দ্রের তরফেও রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রান্ত সব খবর জানাতে ৷ এবং আক্রান্তদের তালিকা তৈরি করে রিপোর্ট জমা দিতে ৷

নয়াদিল্লি: ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক ক্রমশই বাড়তে শুরু করেছে দেশে ৷ এই সংক্রমণকে ইতিমধ্যেই ‘মহামারী’ বলে ঘোষণা করেছে রাজস্থান এবং তেলঙ্গানা সরকার। মহারাষ্ট্রেও ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে ইতিমধ্যেই ৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানানো হয়, ব্ল্যাক ফাঙ্গাসও এখন মহামারীর কারণ হয়ে উঠেছে ৷ রাজ্যগুলিকে বিজ্ঞপ্তি জারি করে জন সাধারণকে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
পাশাপাশি এবার আতঙ্ক বাড়িয়ে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরোমাইকোসিসের সংক্রমণ ধরা পড়ল পশ্চিমবঙ্গেও ৷ রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর এখনও পর্যন্ত এ রাজ্যে ৫ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের আক্রান্তদের নিয়ে। বলেছেন, এর ওষুধ দেওয়ার কথা কেন্দ্রের। কিন্তু কেন্দ্র কোনও স্পষ্ট দিশা দিচ্ছে না।
advertisement
পরিস্থিতির দিকে নজর রেখে দ্রুত ব্ল্যাক ফাঙ্গাস সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা বা গাইডলাইন তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য। বাংলায় ৫ জন রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের খবর জানার পরেই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। 
advertisement
প্রশ্ন হল ব্ল্যাক ফাঙ্গাসে সবচেয়ে বেশি ঝুঁকি কাদের ? এইমস জানাচ্ছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী, বেশি মাত্রায় স্টেরয়েড নেন যারা, তাদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকি সবচেয়ে বেশি ৷ ক্যানসার বা অন্য কোনও জটিল রোগের চিকিৎসা যাদের অনেকদিন ধরে চলছে, তাদেরও এই ছত্রাক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি গুরুতর ভাবে কোভিডে আক্রান্ত, ভেন্টিলেটরে অক্সিজেন সাপোর্টে রয়েছেন, এমন রোগীরাও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন ৷ নাক দিয়ে অস্বাভাবিক কালো রস বেরনো বা রক্ত বেরনো এই রোগের একটা লক্ষণ ৷ পাশাপাশি মুখে অসাড় ভাব, মুখ খুলতে বা চিবোতে খুব অসুবিধা হচ্ছে, নাক বন্ধ, মাথা ও চোখে প্রচণ্ড যন্ত্রণা, লাল চোখ ৷ ইত্যাদি সবই ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ ৷ কেন্দ্রের তরফেও রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রান্ত সব খবর জানাতে ৷ এবং আক্রান্তদের তালিকা তৈরি করে রিপোর্ট জমা দিতে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Black Fungus: ব্ল্যাক ফাঙ্গাস মহামারী, রাজ্যগুলিকে সচেতনতা বাড়ানোর নির্দেশ কেন্দ্রের, বাংলায় আক্রান্ত ৫
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement