করোনা ভ্যাকসিন পেয়ে ভুটানি মেয়ে বলছে ‘Shukriya Bharat’, মন ভরছে নেটিজেনদের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তার মিষ্টি কথায় মন ভরেছে নেটিজেনদের৷ ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়েছে এই ভিডিওটি৷
#থিম্পু: করোনার সঙ্গে লড়তে প্রতিবেশী দেশ ভূটানে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ভ্যাকসিন পাঠিয়েছে ভারত সরকার৷ ভূটানই প্রথম দেশ যেখানে ভারতের থেকেই এই ভ্যাকসিন পৌঁছেছে ৷ এরপরই ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি ভিডিও প্রকাশ করে ভূটান সরকার৷ ভিডিওটি ট্যুইট করেন ভূটানে ভারতের রাষ্ট্রদূত রুচিরা কামবোজ৷ ভিডিওটিতে এক শিশু শিল্পীকে দেখা গিয়েছে৷ তার নাম খেরনাব ইদজিন সোয়েলডেন৷ ৩৭ সেকেন্ডের এই ভিডিওতে ভারত সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে এই পুচকে৷ হিন্দি ও ইংরেজি ভাষায় কথা বলেছে সে এবং শেষে বলেছে "শুকরিয়া ভারত"৷ তার মিষ্টি কথায় মন ভরেছে নেটিজেনদের৷ ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়েছে এই ভিডিওটি৷
খেরনাব বলেছে, "আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই আমাদের অসংখ্য করোনা ভ্যাকসিন পাঠানোর জন্য৷ আমারা ভূটানিরা খুবই ভাগ্যবান ভারতের মতো প্রতিবেশি রাজ্য পেয়ে৷ শেষে সে বলে শুকরিয়া ভারত"৷ ভিডিওটি শেয়ার করার সময় লেখা ছিল, খেরনাব! তোমার ধন্যবাদ আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে৷ এর সঙ্গে যুক্ত ছিল হ্যাশট্যাগ ভ্যাকসিন মৈত্রী, ইন্ডিয়া ভূটান ফ্রেন্ডশিপ৷
advertisement
Khenrab! Your ‘thank you’ touches our hearts! #VaccineMaitri #indiabhutanfriensdhip. pic.twitter.com/2JOnCHVQ5a
— Ruchira Kamboj (@RuchiraKamboj) March 26, 2021
advertisement
এই ভিডিওটি খুবই জনপ্রিয় হয়েছে এবং ভিউ বেড়েই চলেছে৷ সকলেই এই মিষ্টি মেয়ের মিষ্টি কথায় খুবই আনন্দ পেয়েছেন৷
Received the precious gift of another 400,000 doses of Covidshield vaccines from our friend, India, today: Tandi Dorji, Minister for Foreign Affairs, Bhutan pic.twitter.com/xUDcy36J4u
— ANI (@ANI) March 22, 2021
advertisement
২২ মার্চ ৪ লক্ষ কোভিশিল্ডের অতিরিক্ত ডোজ পাঠানো হয়েছে ভূটানে৷ অতিমারীর সময় প্রতিবেশী দেশের এই সাহায্যের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ভূটানের প্রধানমন্ত্রীও৷ এতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হল বলে তিনি জানান৷ ভূটানের বিদেশ মন্ত্রী তান্ডি দোর্জিও ভারতের এই পদক্ষেপের ভূয়সী প্রসংশা করেছেন৷
view commentsLocation :
First Published :
March 30, 2021 5:45 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা ভ্যাকসিন পেয়ে ভুটানি মেয়ে বলছে ‘Shukriya Bharat’, মন ভরছে নেটিজেনদের