Bengal Covid Update : রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও কমেনি মৃত্যু, ভরসা দেখাচ্ছে সুস্থতার হার

Last Updated:

রবিবারের পর সোমবারও রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু (Coronavirus death) হল ১৪৭ জনের। তবে আশা জাগিয়ে আরেকবার কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা। রাজ্যে এদিন ২৪৫টি অ্যাক্টিভ কেস কমেছে।

রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য সংকলন করে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, এদিন রাজ্যে করোনা আক্রান্ত ১৯,০০৩ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ১১.৫ লক্ষ পার করেছে। পরীক্ষা হয়েছে ৬০,০০০। সাধারণত রবিবার করোনা পরীক্ষা কিছুটা কম হয়। ফলে সোমবার কিছুটা কম দেখায় সংক্রমণ। তাতে পরিস্থিতির উন্নতি হয়েছে এমনটা মানতে নারাজ বিশেষজ্ঞরা।
advertisement
এদিন রাজ্যে আক্রান্তের থেকে বেশি মানুষ সেরে উঠেছেন। এদিন সুস্থতা লাভ করেছে ১৯,১০১ জন। ফলে মোট সুস্থতা বেড়ে ১০ লক্ষ পার করেছে। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ৩৭ জন করে মারা গিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে ১১ জন করে। মুর্শিদাবাদ ও নদিয়ায় ৮ জন করে মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১৩,৪৩১
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Bengal Covid Update : রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও কমেনি মৃত্যু, ভরসা দেখাচ্ছে সুস্থতার হার
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement