Ayurveda Vs Allopathy : অ্যালোপ্যাথি বনাম আয়ুর্বেদ, রামদেবকে নোটিশ আদালতের, ডাক্তারদেরও মিলল জোরালো ধমক!

Last Updated:

রামদেব (Baba Ramdev) যাতে আপত্তিকর বক্তব্য প্রকাশ করতে না পারেন, তার জন্য আবেদন জানিয়েছে মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। যদিও আদালত সেই আবেদন গ্রাহ্য করেনি। বরং এই নিয়ে মামলা-মোকদ্দমার পরিবর্তে ডাক্তারদের পিটিশন দায়ের করতে বলে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।

আদালতের এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় আই এম এ। তারা বলে, ‘‘রামদেবের অ্যালোপ্যাথি সংক্রান্ত মন্তব্য চিকিৎসকদের উপর প্রভাব ফেলছে। তিনি চিকিৎসকদের নাম বলছেন। তিনি বিজ্ঞানকে নকল বলে আখ্যা দিচ্ছেন। রামদেব মিথ্যা ভাবে কোভিডের ওষুধ হিসাবে ‘করোনিল’কে উপস্থাপন করছেন। এমনকি সরকারও তাঁকে বিজ্ঞাপন বন্ধ করতে বলেছেন। যদিও এরই মধ্যে তিনি ২৫০ কোটি ডলার মূল্যের করোনিল বিক্রি করেছেন।’’
advertisement
জবাবে বিচারপতি বলেন, "আগামিকাল আমিও হোমিওপ্যাথি ভুয়ো মনে করতে পারি। এটি একটি মতামত। কী ভাবে এর বিরুদ্ধে মামলা করা যায়? আমরা যদি ধরে নিই যে তিনি যা বলছেন তা ভুল বা বিভ্রান্তিকর, তা হলেও মামলা করা যাবে না এই ভাবে। যদি পতঞ্জলি বিধি লঙ্ঘন করে, তবে এটা দেখা সরকারের কাজ। আপনারা কেন এই বিষয়ে মাথা ঘামাচ্ছেন। এটা জনস্বার্থ মামলা। আপনারা আরও ভাল ভাবে একটি পিআইএল দায়ের করে বলুন যে রামদেব ‘করোনিল’কে নিরাময়কারী ওষুধ বলেছিলেন এবং তারপরে বলেছেন রোগ প্রতিরোধ ক্ষমতাবর্ধক। এবং এরই মধ্যে করোনিল কয়েক লাখ লোক কিনেছে।’’
advertisement
advertisement
শুনানিতে আদালত আরও বলে, ‘‘রামদেব অ্যালোপ্যাথিতে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন যোগ ও আয়ুর্বেদ দ্বারা সবকিছু নিরাময় করা যায়। তিনি সঠিক বা ভুল হতে পারেন। তবে এই আদালত বলতে পারবে না করোনিল কোভিডের নিরাময় করতে পারে কি না। মেডিক্যাল বিশেষজ্ঞদের দ্বারা এটি করাতে হবে। তাঁর তির্যক মন্তব্য মামলা-মোকদ্দমার কারণ হতে পারে না।" এই প্রসঙ্গে আদালত বলে, অ্যালোপ্যাথি কারও কাজ করে, কারও করে না। এটি একটি দৃষ্টিভঙ্গি। তা ভ্রান্ত বলে মামলা করা যুক্তিযুক্ত নয়।’’
advertisement
প্রসঙ্গত, গত মাসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে রামদেবের একটি মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়।পতঞ্জলির কর্নধার রামদেব জানিয়েছিলেন, অ্যালোপ্যাথি একটি নির্বোধ বিজ্ঞান।এই ধরনের মন্তব্যের পরই চিকিৎসক মহলে রামদেবের বিষয়ে সমালোচনার ঝড় ওঠে।চিকিৎসকদের সংগঠনের তরফ থেকে কেন্দ্রের কাছে একটি চিঠি পাঠানো হয়।রামদেবের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়, সেই আর্জিও জানানো হয় চিকিৎসকের তরফে।এই ধরনের মন্তব্যকে ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের তরফে রামদেবকে চিঠি দেওয়া হয়েছে।সেই চিঠিতে রামদেবের ওই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেওয়া হয়েছে।যদিও পাল্টা চিঠি দিয়ে অবশ্য রামদেব জানিয়েছেন, তিনি তাঁর ওই মন্তব্যকে ফিরিয়ে নিচ্ছেন, তবুও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে রামদেবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার চাপ দেওয়া হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Ayurveda Vs Allopathy : অ্যালোপ্যাথি বনাম আয়ুর্বেদ, রামদেবকে নোটিশ আদালতের, ডাক্তারদেরও মিলল জোরালো ধমক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement