সুসংবাদ, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটাররা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কেএল রাহুল পুরো ফিট হয়ে গেছেন৷বুধবার গাড়িতে বেঙ্গালুরু থেকে মুম্বই পৌঁচ্ছেন তিনি৷
#কলকাতা: ঋদ্ধিমান সাহা, অমিত মিশ্র কোভিড ১৯ -র বিরুদ্ধে নিজেদের লড়াই করে শেষ করে মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছেন৷ তাঁরা সকলেই সুস্থ হয়ে উঠেছেন৷ ঋদ্ধি ও অমিত মিশ্র দুজনেই আইপিএলে খেলার সময় ৪ মে করোনা পজিটিভ হয়েছিলেন৷ এঁদের পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণাও করোনাকে হারিয়েছেন৷ সাহা ও কৃষ্ণা এবার ইংল্যান্ডগামী ভারতীয় দলের অংশ হতে পারেন৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য দুটি দল সুযোগ পেয়েছে৷ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ভারত৷
ক্রিকইনফোর খবর অনুযাযি প্রসিদ্ধ কৃষ্ণা যিনি ৮ মে পজিটিভ হয়েছিলেন৷ তিনিও নেগেটিভ হয়ে গেছেন৷ সাহা ও কৃষ্ণা ওই তিন ক্রিকেটারের মধ্যে রয়েছেন যাঁদের ফিটনেসের ওপর তাঁদের ইংল্যান্ড যাওয়া নির্ভর করছে৷ তিনি এছাড়া তৃতীয় ক্রিকেটার হলেন কেএল রাহুল৷ যিনি ফিট হয়ে গেছেন৷ ইংল্যান্ড যাঁরা যাবেন তাঁরা মুম্বইতে কোয়ারেন্টাইন থাকবেন৷
বুধবার সকলে মুম্বইতে একত্রিত হওয়ার কথা ইংল্যান্ডগামী ক্রিকেটারদের৷ সাহাকে বিসিসিআই অনুমতি দিয়েছে যাতে তিনি বাড়ির লোকের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন৷
advertisement
advertisement
অমিত মিশ্র নিজেও সেরে ওঠার খবর দিয়েছেন৷ ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্র ট্যুইট করে নিজেদের সুস্থতার খবর দিয়েছেন৷ মিশ্র দিল্লি ক্যাপিটাল্সের লেগ স্পিনার৷ তিনি নিজের স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিয়েছেন৷
The real heroes. Our Frontline workers. All I can say post my recovery is, You have my support and heartfelt appreciation for all you do. We are deeply grateful to you for all the sacrifices that you and your family are making. .#grateful #coronawarriors #bcci #DelhiCapitals pic.twitter.com/Wg3vbqd42j
— Amit Mishra (@MishiAmit) May 18, 2021
advertisement
আইপিএলের বর্তমান মরশুমে ২৯ টি ম্যাচ হওয়ার পর তা স্থগিত রাখা হয়েছে৷ মোট ৬০ টি ম্যাচের ২৯ টি খেলা হয়েছে৷ বাকি রয়েছে ৩১ টি ম্যাচ৷ আইপিএলে না হলে বোর্ডের ২৫০০ কোটি টাকার ক্ষতি হবে৷ বোর্ড সভাপতি সৌরভ এই কথা আগে জানিয়েছেন৷
কেএল রাহুল পুরো ফিট হয়ে গেছেন৷ মঙ্গলবার বেঙ্গালুরু থেকে মুম্বইতে পৌঁছেছেন৷ বলার বিষয় আইপিএল ২০২১ এ কেএল রাহুলের অ্যাপেনডিক্স অপারেশন হয়েছিল৷ এরপর তিনি বিশ্রাম ও রিহ্যাবে থাকেন৷ বুধবার গাড়িতে বেঙ্গালুরু থেকে মুম্বই পৌঁচ্ছেন তিনি৷
view commentsLocation :
First Published :
May 19, 2021 6:11 PM IST

