Home Delivery for Corona Patients: করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে? খাবার পৌছে দিচ্ছে 'দোলার রান্নাঘর' 

Last Updated:

করোনা আক্রান্ত (Corona Positive) ব্যক্তিদের কাছে দিনে তিনবেলা খাবার পাঠানোর ব্যবস্থা করছেন ফুলবাগানের ঘোষ দম্পতি। ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত পাঠানো হচ্ছে তাদের কাছে।

খাবার প্যাকিংইয়ের তোড়জোড় চলছে 'দোলার রান্নাঘর'-এ।
খাবার প্যাকিংইয়ের তোড়জোড় চলছে 'দোলার রান্নাঘর'-এ।
#কলকাতাঃ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ (Coronavirus 2nd Wave) আছড়ে পড়েছে গোটা দেশ (COVID 19 India) জুড়ে৷ দেশের একাধিক মেট্রো শহর ও গ্রামের মানুষ আক্রান্ত হতে শুরু করেছেন। অনেকেই আক্রান্ত (Corona Positive) হচ্ছেন, তবে হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে আবার তাঁরা বাড়ি বা আবাসনে থাকলেও সাহায্য করার মতো কেউ নেই। এই অবস্থায় আক্রান্ত ব্যক্তিদের কাছে দিনে তিনবেলা খাবার পাঠানোর ব্যবস্থা করছেন ফুলবাগানের ঘোষ দম্পতি। ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত পাঠানো হচ্ছে তাদের কাছে। যার জন্যে তৈরি করা হয়েছে একটা বিশেষ দল। যেখানে রয়েছেন ৫ রাঁধুনি এবং ৩জন ডেলিভারি বয়। আর অবশ্যই রয়েছেন শর্মিষ্ঠা ও ইন্দ্রনীল ঘোষ।
ভোর থেকেই ঘোষ দম্পতির বাড়িতে শুরু হয়ে যায় রান্না। ৩৬৫ দিন ১৮ ঘন্টা খোলা থাকে যে রান্নাঘর। কোভিড আক্রান্তদের সুষম খাদ্য খাওয়ার কথা জানাচ্ছেন চিকিৎসকরা। সেই মোতাবেক তৈরি হচ্ছে ভাত, ডাল, পাঁচ রকমের ভাজা, মরসুমি সবজির তরকারি, মাছের ঝোল, ডিমের ঝোল ও মাংসের রেসিপি৷  যিনি রান্না করছেন তিনি যেমন মাস্ক, হেয়ার কভার, গ্লভস ব্যবহার করছেন, তেমনই যারা ডেলিভারি বয় তাঁরা পিপিই কিট সঙ্গে রাখছেন। পিপিই সবসময় বাড়ি বাড়ি বা আবাসনে যাওয়া সম্ভব নয়। তাই স্যানিটাইজার আবশ্যিক। আছে মাস্ক, হেড কভার, গ্লভস। সেইসব পড়ে ডিসপোজেবল কন্টেনার নিয়ে তারা কোভিড আক্রান্তদের বাড়ি পৌছে যান। তবে কেউই ঘরে প্রবেশ করেন না। হয় দরজার সামনে রেখে আসেন। না হয় তারা ফোন করে, ডোর বেল বাজিয়ে নির্দিষ্ট জায়গায় খাবার রেখে আসছেন।
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডেলিভারি বয় জানাচ্ছেন, 'প্রথমে সত্যি ভয় পেয়েছিলাম। কারণ সবাই বলছিল কাছাকাছি গেলে করোনা হয়ে যাবে। এখন অবশ্য আর তা হচ্ছে না। আমরা সমস্ত প্রটোকল মেনে, যথাযথ দূরত্ব বজায় রেখে খাবার দিয়ে আসছি। দেখেও ভাল লাগছে যে এই অসুস্থ মানুষগুলি এত কষ্ট, অসহায়তার মধ্যেও খাবারটা ঠিক সময়ে পাচ্ছেন। যারা এই খাবার পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন তারা খুশি এই কাজ করতে পেরে। এই রান্নাঘর মুলত যার উদ্যোগে চলছে সেই শর্মিষ্ঠা ঘোষ বলছেন, "প্রতিদিন ফোন আসার পরিমাণ বেড়েই চলেছে৷ একাধিক বাড়ি থেকে ফোন আসছে যেখানে মাত্র দু'জন পরিবারে। করোনা আক্রান্ত হয়ে তারা খাবার খাবেন কি করে? সে কারণেই আমরা এই উদ্যোগ নিয়েছি।" ইন্দ্রনীল ঘোষ জানাচ্ছেন, "আমরা এই কাজ করতে গিয়ে আমাদের সহযোদ্ধাদের সাবধান করেছি। তাদের কোভিড প্রটোকল মেনে চলতে বলা হয়েছে।"
advertisement
advertisement
ডিমভাত যারা নেবেন তাদের জন্যে খরচ পড়ছে ১১৫ টাকা, মাছ ভাতের জন্যে খরচ পড়ছে ১২০ টাকা, মাংস ভাতের জন্যে খরচ পড়বে ১৮০ টাকা। এমনকি যে কোনও অনলাইন ফুড অ্যাপ থেকে দোলার রান্নাঘরের খাবার মিলবে কোভিড আক্রান্তদের জন্যে।
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Home Delivery for Corona Patients: করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে? খাবার পৌছে দিচ্ছে 'দোলার রান্নাঘর' 
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement