Doctor Death: এক দিনে দেশে মৃত ৫০ জন চিকিৎসক, মোট মৃত্যু প্রায় ১,০০০

Last Updated:

সম্প্রতি দিল্লির গুরু তেজ বাহাদুর হাসপাতালে এক জুনিয়র আবাসিক চিকিৎসকের মৃত্যু হল করোনায় । ২৬ বছরের আনাস মুজাহিদ, তিনিই এখনও পর্যন্ত কনিষ্ঠতম চিকিৎসক যিনি কোভিডে প্রাণ হারালেন ।

#নয়াদিল্লি: চারিদিকে শুধুই মৃত্যু মিছিল, হাহাকার, কষ্ট, যন্ত্রণা । একের পর এক শুধুই ছেড়ে চলে যাওয়া । দেশ জুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । আর তাতেই বিপর্যস্ত গোটা ভারত । ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো । নেই পর্যাপ্ত বেড, ওষুধ, অক্সিজেন, এমনকি নেই মৃতদেহ সৎকারের জায়গাও । যে চিকিৎসকরা বরাবর সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন, তাঁরাও ধীরে ধীরে পরাজিত হয়ে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে । এ এক চরম বিভীষিকাময় পরিস্থিতি ।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানাচ্ছে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৫০ জন চিকিৎসকের । এ পর্যন্ত শুধুমাত্র করোনার দ্বিতীয় ধাক্কাতেই মোট মৃতের সংখ্যা ২৪৪ জন । সম্প্রতি দিল্লির গুরু তেজ বাহাদুর হাসপাতালে এক জুনিয়র আবাসিক চিকিৎসকের মৃত্যু হল করোনায় । ২৬ বছরের আনাস মুজাহিদ, তিনিই এখনও পর্যন্ত কনিষ্ঠতম চিকিৎসক যিনি কোভিডে প্রাণ হারালেন । প্রবীণতম চিকিৎসক হিসাবে করোনার বলি বিশাখাপত্তনমের এস সত্যমূর্তি। ইএনটি বিভাগের অধ্যাপক ৯০ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
advertisement
প্রথম ঢেউয়ের সময় ৭৩৬ জন চিকিৎসক প্রাণ হারিয়েছিলেন করোনায় । সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১ হাজার চিকিৎসক করোনার কাছে হার স্বীকার করে নিয়েছেন । দিল্লির আনাসের লক্ষণ ছিল খুবই সামান্য । অঅযান্টিজেন টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসার কিছুক্ষণের মধ্যেই ইন্ট্রাক্রানিয়াল ব্লিডিং শুরু হয় তাঁর । চিকিৎসার সুযোগটুকুও না দিয়ে মৃত্যু হয় তরুণ এই চিকিৎসকের । তবে জানা গিয়েছে ভ্যাকসিন নেওয়া ছিল না আনাসের ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Doctor Death: এক দিনে দেশে মৃত ৫০ জন চিকিৎসক, মোট মৃত্যু প্রায় ১,০০০
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement