বয়স ১২০, করোনার টিকা নিয়ে গোটা বিশ্বে নজির কাশ্মীরের ঢোলি দেবীর

Last Updated:

বিশ্বের প্রবীণতম মানুষ হিসেবে তিনি করোনা ভাইরাসের টিকা (Coronavirus Vaccine) নিয়েছেন বলে দাবি জম্মু কাশ্মীরের স্বাস্থ্য দফতরের৷

#জম্মু: বয়স ১২০ বছর৷ জম্মু কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় ব্লকের প্রত্যন্ত গ্রাম ঘর কথার বাসিন্দা এক বৃদ্ধাই এখন দেশে করোনার বিরুদ্ধে যুদ্ধে অন্যতম অনুপ্রেরণা৷ কারণ ১২০ বছর বয়সে করোনা প্রতিষেধকের প্রথম ডোজটি নিয়েছেন ঢোলি দেবী৷ সম্ভবত বিশ্বের প্রবীণতম গ্রহীতা হিসেবে করোনার ভ্যাকসিন নিলেন তিনি৷
জম্মু কাশ্মীরের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক এ দিন জানিয়েছেন, গতকাল, সোমবার বিকেলে ওই প্রত্যন্ত গ্রামে করোনার টিকাকরণ অভিযান চলার সময় ১২০ বছরের ঢোলি দেবীকে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়৷ ওই আধিকারিক আরও জানিয়েছেন, শুধু প্রথম ডোজ নয়, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার বিষয়েও দারুণ উৎসাহী শতায়ু এই বৃদ্ধা৷
নিজের প্রায় গোটা জীবনটাই ঘর কথা গ্রামের এই প্রত্যন্ত এলাকায় কাটিয়েছেন ঢোলি দেবী৷ তাঁর চোখের সামনে বেড়ে উঠেছে একের পর এক প্রজন্ম৷ ওই মোবাইল ক্যাম্প থেকেই ঢোলি দেবীর পরিবারের ৪৫ বছরের ঊর্ধ্বে আরও ৯ জন সদস্যকে ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বলছেন, যাঁদের মনে এখনও ভ্যাকসিন নেওয়া নিয়ে সংশয় রয়েছে, তাঁদের সামনে রোল মডেল হয়ে উঠতে পারেন ঢোলি দেবী৷
advertisement
advertisement
জম্মু কাশ্মীরের প্রত্যন্ত যে এলাকাগুলিতে ইন্টারনেট সংযোগ নেই এবং কীভাবে কো- উইন পোর্টাল বা অ্যাপ ব্যবহার করতে হবে মানুষ জানেন না, সেখানে মোবাইল ক্যাম্প করে টিকাকরণের উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর৷ এক আধিকারিক জানিয়েছেন, 'জম্মু কাশ্মীরের প্রত্যন্ত এলাকাগুলিতে গিয়ে মানুষকে কো- উইন পোর্টালে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সাহায্য করছেন আমাদের কর্মীরা৷ টিকা নেওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়ার দায়িত্বই নিচ্ছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা৷' তবে গোটা দেশের মতো ভ্যাকসিনের অভাবে ভুগছে জম্মু কাশ্মীরও৷ ফলে টিকাকরণের গতি থমকে যাচ্ছে বলে অভিযোগ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বয়স ১২০, করোনার টিকা নিয়ে গোটা বিশ্বে নজির কাশ্মীরের ঢোলি দেবীর
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement