Jagaddhatri Puja: ছোটদের জয় রাইড থেকে মন ভোলানো খাবার! জেলার জগদ্ধাত্রী পুজোর এই মেলা জমজমাট
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
কোচবিহার জেলায় হাতেগোনা কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। এই পুজো গুলির মধ্যে চান্দামারি এলাকার জগদ্ধাত্রী পুজো অন্যতম।
কোচবিহার: কোচবিহারে জগদ্ধাত্রী পুজো খুব একটা চোখে পড়ে না। কোচবিহার জেলায় হাতেগোনা কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। এই পুজো গুলির মধ্যে চান্দামারি এলাকার জগদ্ধাত্রী পুজো অন্যতম। এবারেও চান্দামারিতে পুজোর আয়োজন করা হয়েছে। চান্দামারি গ্রাম পঞ্চায়েতের নতুনহাটে এই পুজো উপলক্ষে মেলাও বসে। আট দিন ধরে চলে এই জগদ্ধাত্রী পুজোর মেলা।
এই বছর পুজোয় মণ্ডপ সাজান হয়েছে আকর্ষণীয় ভাবে। বাঁশ ও কাপড় দিয়ে তৈরি মণ্ডপ সাজানো হয়েছে কৃত্রিম ঘাস ও কৃত্রিম ফুল দিয়ে। এছাড়া এবার মেলাও আয়োজন করা হয়েছে বেশ বড় করে। এবারের পুজোয় জাঁকজমক রয়েছে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। পুজোর পরিচালন কমিটির সদস্য বিনয় মোদক জানান, “এবার এই পুজো ২১তম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে এখানে এই পুজোর আয়োজন করা হচ্ছে জাঁকজমক এর সঙ্গে। কুড়ি বছর আগে তাঁদের হাতেই এই পুজোর সূচনা করা হয়েছিল।”
advertisement
advertisement
তখন এলাকার ছোটদের নিয়ে এই পুজোর আয়োজন করা হয়েছিল। বর্তমানে এই পুজোর আয়োজন আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন রীতিমতো থিমের মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এই পুজো উপলক্ষে এখানে বিরাট মেলাও বসে। মেলায় বাচ্চাদের বিভিন্ন জয় রাইড দেখতে পাওয়া যায়। এছাড়াও থাকে আকর্ষণীয় সমস্ত দোকান।
advertisement
পুজো ও মেলা কমিটির সম্পাদক সুব্রত বর্মন জানান, “এই বছর পুজোর বাজেট রয়েছে আনুমানিক প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা। যা বিগত বছর গুলির তুলনায় অনেকটাই বেড়ে উঠেছে। তবে গ্রাম্য পরিবেশের এই পুজোর জাঁকজমক দেখলে অনেকেই অবাক হবেন। আগামীতে এর চাইতেও আরোও অনেক বেশি আয়োজন করতে চলেছেন তাঁরা।” তবে গ্রাম্য এলাকার এই পুজোয় শুধুমাত্র কোচবিহারের মানুষেরাই নয়। জেলার বাইরের মানুষেরাও ভিড় জমান।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 6:11 PM IST