Cooch Behar News: দৃশ্য দূষণ রুখতে বেআইনি হোডিং সরিয়ে দিল মাথাভাঙ্গা পৌরসভা
- Published by:Piya Banerjee
Last Updated:
Cooch Behar News: দৃশ্য দূষণ রুখতে বেআইনি হোডিং এবং বিতর্কিত বিজ্ঞাপনের পোস্টার খুলে ফেলার কাজ শুরু হলো বৃহস্পতিবার থেকে মাথাভাঙ্গা পৌরসভার উদ্যোগে।
#মাথাভাঙ্গা: পৌরসভার অনুমতি ছাড়া মাথাভাঙ্গা শহর এলাকায় বেশ কিছু হোডিং লাগানো হয়েছিল বলে দীর্ঘদিন থেকেই অভিযোগ ছিল মাথাভাঙ্গা পৌরসভার কাছে। মাথাভাঙ্গা পৌরসভার তরফে হোডিংগুলো খুলে নেওয়ার জন্য মাইকিং করা হয় বেশ কিছুদিন। কিন্তু, তাতে বিশেষ কোন লাভ হয়নি। ইতিমধ্যেই নির্মল মাথাভাঙ্গা প্রকল্প চালু করেছে মাথাভাঙ্গা পৌরসভা। সুতরাং, দৃশ্য দূষণ রুখতে বেআইনি হোডিং এবং বিতর্কিত বিজ্ঞাপনের পোস্টার খুলে ফেলার কাজ শুরু হলো বৃহস্পতিবার থেকে মাথাভাঙ্গা পৌরসভার উদ্যোগে। মাথাভাঙ্গা পৌরসভার পৌর প্রধান লক্ষ্যপতি প্রামানিক নিজে দাঁড়িয়ে থেকে এই হোডিং গুলি খুলে ফেলার ব্যবস্থা করেন।
শুধু তাই নয় তিনি পরিষ্কার জানিয়ে দেন, "পৌরসভার অনুমতি ব্যতীত কোন বিজ্ঞাপনের হোডিং কিংবা পোস্টার লাগানো যাবে না কোন পৌর এলাকায়।\" এর আগেও পৌরসভার নাম করে বিজ্ঞাপন লাগানো হয় শহরের বিভিন্ন জায়গায়। তার কর পৌরসভায় আদায় করতেই পারেনি। সুতরাং, সম্প্রতি পৌরসভার লাভের দিকটাও নজরে রাখতে চাইছে কর্তৃপক্ষ। লক্ষ্যপতি প্রামাণিক বলেন, "আমরা এর আগেও একাধিক বার মাইকিং করেছিলাম। কিন্তু তাতে লাভ কিছু হয়নি। আজ থেকে বেআইনি বিজ্ঞাপন খোলার কাজ শুরু করা হল। এটা পর্যায়ক্রমে চলবে। যতদিন না সব হোডিং কিংবা পোস্টার খুলে ন ফেলা হচ্ছে। হোডিং বা পোস্টার লাগানোর ক্ষেত্রে অবশ্যই পৌরসভার বৈধ অনুমোদন নিতে হবে। যদি সেটা না করা হয় তবে পৌরসভা নিজের দায়িত্বে তা খুলে দেবে।"
advertisement
এখনো পর্যন্ত কোন ব্যবসায়ীকে শোকজ করা হয়নি। এই ধরনের অবৈধ ভাবে পোস্টার বা হোডিং লাগানোর জন্য।তবে পরবর্তীতেও যদি এই বিষয় চলতে থাকে তবে পৌরসভা কর্তৃপক্ষ করা ব্যবস্থা এবং আইনি পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। তাই মাথাভাঙ্গা শহরের পৌর এলাকায় যেকোন ধরনের হোডিং কিংবা পোস্টার লাগানোর ক্ষেত্রে পৌরসভার কাছ থেকে সঠিক আইনি অনুমোদন গ্রহণ করলেই মিলবে হোডিং কিংবা পোস্টার লাগানোর অনুমতি।
advertisement
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
September 29, 2022 6:35 PM IST