Cochbehar News: প্রেমই জিন্দাবাদ! দু'দিন ধর্নার অবসান! প্রেমিককে ফিরে পেলেন প্রেমিকা! হল বিয়েও . . .

Last Updated:

দুই পক্ষের কথা শোনার পর সব বিষয় দেখে এলাকার সকলের সিদ্ধান্ত নেন ছেলে ও মেয়ের বিয়ে দেওয়া হবে। সভা শেষে কাজী ডেকে কলমা পরিয়ে দুজনের পরিবারের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয় দুজনের।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কোচবিহার: কোচবিহার জেলার ১ নং ব্লকের অন্তর্গত ছাট গুরিয়াহাটি নেতাজি স্কোয়ার এলাকায় বিয়ের দাবিতে ধর্ণায় বসেছিল এক কলেজ পড়ুয়া যুবতী। দু'দিনব্যাপী চলা তার এই ধর্ণার অবসান হল এদিন। কলেজ পুরুয়া ওই যুবতী ফিরে পেল তার প্রেমিককে। সংবাদ মাধ্যমে যুবতীর ধর্ণায় বসার খবর ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে এলাকার মানুষেরা। এবং রীতিমত চিন্তায় পড়ে যায় কলেজ পড়ুয়া ওই যুবকের পরিবারের সকলে। তারপর মঙ্গলবার রাতে দুই পরিবারের পক্ষ থেকেমীমাংসাতে বসা হয় ছেলের বাড়ির সামনে। ওই মীমাংসা সভায় উপস্থিত ছিলেন এলাকারপ্রবীণ মানুষেরা।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডেকে পাঠানো হয় ছেলে ও মেয়েকে। শোনা হয় তাদের দুজনের বক্তব্য। তারপর সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেন দুজনের বিয়ে করিয়ে দেওয়া হবে। এলকার পঞ্চায়েত সদস্য বাবলু সরকার জানান,
"দুই পক্ষের কথা শোনার পর সব বিষয়দেখে এলাকার সকলে সিদ্ধান্ত নেন ছেলে ও মেয়ের বিয়ে দেওয়া হবে। সভা শেষে কাজী ডেকে কলমা পরিয়ে দুজনের পরিবারের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয় দুজনের। ভবিষ্যত দিনে যাতে তারা দুজনে মিলে সুখে সংসার করতে পারে সেই বিষয়ে দুই পরিবারকে বুঝিয়ে বলা হয়েছে।"
advertisement
advertisement
এলাকার এক প্রবীণ নাগরিক শাহিনুর হোসেন জানান, "দুই পরিবারের এবং ছেলে ও মেয়ের সমত্তিতে দুজনের বিয়ে সম্পন্ন করা হয়েছে। সমস্ত সামাজিক নিয়ম ও আইন মেনে বিয়ে করানো হয়েছে দুজনের। দুই পরিবার যাতে ভবিষ্যত দিনে সুখে শান্তিতে থাকতে পারে সেই বিষয়ে লক্ষ্য রেখেই সকলে মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: এক ফোনে পেয়ে যাবেন কুড়ি টাকায় মোমো! ফ্রি হোম ডেলিভারি
আগামী দিনে তারা দুজনেই সুখে শান্তিতে সংসার করুক আমরা এলাকার মানুষেরা তাই চাই।" তবে এই মীমাংসা সভা চলাকালীন এলাকার মানুষেরা বারংবার মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে দুজনের বিয়ের দাবি জানিয়ে এসেছেন। যদিও পরে উভয় পরিবারের মানুষেরা বিয়ের কথাতে সম্মতি জানান।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cochbehar News: প্রেমই জিন্দাবাদ! দু'দিন ধর্নার অবসান! প্রেমিককে ফিরে পেলেন প্রেমিকা! হল বিয়েও . . .
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement