‘গণ-নজরদারি আইনসম্মত নয়’, কম্পিউটারে মোদি সরকারের নজরদারি নিয়ে ট্যুইট মমতার
Last Updated:
#কলকাতা: এবার থেকে যে কারও কম্পিউটারে নজরদারি চালাতে পারবে কেন্দ্রীয় সংস্থা । মোদি সরকারের এই নির্দেশিকা ঘিরেই বিতর্কের ঝড় । কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
লোকসভা ভোটের আগে, সবার উপর নজরদারি চালাতে চাইছে কেন্দ্র । এমনটাই দাবি বিরোধীদের ৷ মোদি সরকারের এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তৃণমূলনেত্রী লিখেছেন, ‘গণ-নজরদারি আইনসম্মত নয় ৷’
Blanket surveillance is bad in law
— Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2018
advertisement
advertisement
এবার থেকে দেশের যে কোনও প্রান্তে , যে কোনও কম্পিউটারে, নজরদারি চালাতে পারবে ১০টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Location :
First Published :
December 21, 2018 7:35 PM IST