দুর্গাপুরে একাধিক জায়গায় অচল সিসি ক্যামেরা ! নিরাপত্তার ফস্কা গেড়োয় বিরক্ত শহরবাসী

Last Updated:
#দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশু চুরির ঘটনা থেকে সম্প্রতি দুটি খুনের ঘটনার কিনারা করতে গিয়ে বেগ পেতে হয়েছে পুলিশকে। কারণ? প্রতি ক্ষেত্রেই দেখা গিয়েছে অচল ছিল সিসিটিভি। নিরাপত্তার এই ফস্কা গেড়োয় বিরক্তি বাড়ছে শহরবাসীর মধ্যে। অভিযোগ, দুর্গাপুরে একাধিক জায়গায় কাজ করে না সিসিটিভি। ক্যামেরা সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে পুলিশকে অনুরোধ স্থানীয় বাসিন্দা থেকে বণিক সভার।
বেপরোয়া ড্রাইভিং ও অপরাধ ঠেকাতে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল ২৭৪টি সিসি ক্যামেরা। দশ মাস আগে পরিবহণ দফতরের উদ্যোগে ক্যামেরাগুলি বসানো হয়েছিল শহরের গুরুত্বপূর্ণ ৫০-টি জায়গায়। কিন্তু মাস ঘুরতেই অবস্থা সঙ্গীন। ক্যামেরার ভয়ে যান-বাহনের বেপরোয়া গতিতে রাশ টানা গেলেও, এখনও পর্যন্ত অপরাধ কমাতে ব্যর্থ পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি কার্যত স্বীকার করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক মোদি জানিয়েছেন, কন্ট্রোলরুমের অভাবে অপরাধীদের নাগাল পাওয়া যাচ্ছে না।
advertisement
advertisement
ক্যামেরা সারাইয়ের পাশাপাশি প্রশাসনের দাবি, এডিডিএ'র উদ্যোগে আগামী দিনে আরও ৫০০-টি সিসি ক্যামেরা বসানো হবে। একইসঙ্গে নজরদারির জন্য তৈরি হবে কন্ট্রোলরুম।
দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, নিউজ এইটিন বাংলা।।।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুরে একাধিক জায়গায় অচল সিসি ক্যামেরা ! নিরাপত্তার ফস্কা গেড়োয় বিরক্ত শহরবাসী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement