৩টি ডকুমেন্টস জমা দিলেই ব্যাঙ্ক থেকে পেয়ে যাবেন ৩ লক্ষ টাকার লোন

Last Updated:
#নয়াদিল্লি: কিষাণ ক্রেডিট কার্ডের কভারেজ বর্তমানে প্রায় ৫০ শতাংশ ৷ অথার্ৎ দেশের ১৪ কোটি কৃষক পরিবারের মধ্যে মাত্র ৭ কোটির কাছে এই কার্ড রয়েছে ৷ এর মূল কারণ হচ্ছে এই কার্ড বানানোর জন্য জটিল প্রক্রিয়া দিয়ে যেতে হয় ৷ ব্যাঙ্কিং সিস্টেম সাপোর্ট করে না ৷ এই সমস্ত কথা মাথায় রেখেই সরকার এই কার্ড বানানোর প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে ৷ যাতে বেশিরভাগ কৃষক সুবিধা নিতে পারে ৷ সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় কৃষি মন্ত্রি জানিয়েছেন এখন কেওয়াইসি-র জন্য কৃষকদের মাত্র তিনটি ডকুমেন্টস জমা দিতে হবে ৷
প্রথম, যে ব্যক্তি আবেদন জমা দিচ্ছেন তিনি যে কৃষক তার প্রমাণ ৷ এর জন্য তার জমির কাগজপত্রের কপি চাইতে পারে ব্যাঙ্ক ৷ দ্বিতীয়, ঠিকানার প্রমাণ পত্রে ৷ এবং তৃতীয় এটার প্রমাণ যে অন্য কোনও ব্যাঙ্কে তার বকেয়া ঋণ নেই ৷ সরকারের তরফে ব্যাঙ্কে জানিয়ে দেওয়া হয়েছে যে কেসিসি কার্ডের আবেদনের জন্য যাতে কোনও চার্জ না নেওয়া হয় ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডের কভারেজ যতটা সম্ভব বাড়ানো ৷
advertisement
চাষের জমি থাকলে তা বন্ধক না রেখেই ১ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে ৷ কিন্তু তার বেশি লোনের জন্য জমি বন্ধক রাখার পাশাপাশি গ্যারেন্টারও দিতে হবে ৷ আরবিআই বিনা গ্যারেন্টি কৃষি লোনের সীমা বাড়িয়ে১.৬০ লক্ষ টাকা করে থাকলেও ব্যাঙ্ক এখনও তা লাগু করেনি ৷ লোনের জন্য সমস্ত ব্যাঙ্ক কিষাণ ক্রেডিট কার্ড জারি করে থাকে ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩টি ডকুমেন্টস জমা দিলেই ব্যাঙ্ক থেকে পেয়ে যাবেন ৩ লক্ষ টাকার লোন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement