বাড়িতে বা লকারে রাখা সোনা থেকে হতে পারে মোটা আয়, মিলবে ট্যাক্স ছাড়ও
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ভারতীয় নাগরিকরা রিজার্ভ ব্যাঙ্কের এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন ৷ গোল্ড এফডি জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে খোলা যেতে পারে ৷
#নয়াদিল্লি: সাধারণত সোনা ও রুপোর মতো দামি ধাতু বা গয়না বাড়িতে না রেখে লকারেই রেখে থাকেন বেশিরভাগ মানুষ ৷ লকারের থাকলে সেগুলি সুরক্ষিত থাকলেও তার উপরে কোনও সুদ পাওয়া যায় না ৷ তবে সোনা হোক বা রুপো, এদের ভ্যালু বাড়তেই থাকে ৷ ফলে আপনার লাভ হয় ৷ তবে লকারে গয়না রাখার জন্য আপনাকে একটি চার্জ দিতে হয় ৷ কিন্তু এখন আরবিআই-র নির্ধারিত ব্যাঙ্কে সোনা রেখে সুদও পেতে পারেন ৷ পাশাপাশি সোনার মূল্য বাড়ার লাভও পেয়ে যাবেন ৷ এই সুবিধা আপনি আরবিআই গোল্ড মানিটাইজেশন স্কিমে (Gold Monetization Scheme) মিলবে ৷
এটা অনেকটা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো যেখানে অতিরিক্ত সোনা ডিপোজিট করতে পারবেন এবং ম্যাচিউরিটির সময় সুদও পেয়ে যাবেন ৷ গোল্ডের ভ্যালু পাওয়ারও বিকল্প রয়েছে এই স্কিমে যা ম্যাচিউরিটির সময় সোনার বাজার দরের উপর নির্ভর করবে ৷ তবে আপনি সেই দরেই সুদ পাবেন যে দরে সোনা ডিপোজিট করেছিলেন ৷ আপনার সোনা সুরক্ষিত রাখার সম্পূর্ণ দায়িত্ব ব্যাঙ্কের হবে ৷
advertisement
১. গোল্ড এফডি- ভারতীয় নাগরিকরা রিজার্ভ ব্যাঙ্কের এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন ৷ গোল্ড এফডি জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে খোলা যেতে পারে ৷
advertisement
২. এখানে গোল্ড বার, কয়েন নেওয়া হয় ৷ সোনার গয়নার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তাতে অন্য কোনও স্টোন বা মেটাল যাতে না থাকে ৷
৩. যে কোনও ইনভেস্টরকে কমপক্ষে ৩০ গ্রাম পর্যন্ত সোনা ডিপোজিট করতে পারবেন ৷ এর জন্য কোনও অধিকতম লিমিট নেই ৷
advertisement
৪. বিনিয়োগকারীর কাছে ১ থেকে ১৫ বছরের সময় সিলেক্ট করার বিকল্প রয়েছে ৷ ১ থেকে ৩ বছরের সময়কে শর্ট টার্ম ব্যাঙ্ক ডিপোজিট বলা হয় (STBD) ৷ ৫ থেকে ৭ বছরের ডিপোজিটকে মিডিয়াম টার্ম গর্ভমেন্ট (MTGD) বলা হয় ৷ ১২ থেকে ১৫ বছরের ডিপোজিটকে লং টার্ম গর্ভমেন্ট ডিপোজিট (LTGD) বলা হয়ে থাকে ৷
advertisement
৫. মিডিয়াম ও লং টার্ম অনুযায়ী ব্যাঙ্ক কেন্দ্র সরকারের তরফে এই ডিপোজিট করা হয় ৷
কত টাকা মিলবে সুদ ?
>>STBD তে ১ বছরের জন্য ০.৫০ শতাংশ বার্ষিক সুদ মিলবে ৷ ১ থেকে ২ বছরের জন্য ০.৫৫ শতাংশ, ২ থেকে ৩ বছরের জন্য ০.৬০ শতাংশ সুদ মিলবে ৷
>>মিডিয়াম ও লং টার্ম গর্ভমেন্ট ডিপোজিটের ক্ষেত্রে বার্ষিক ২.২৫ শতাংশ সুদ মিলবে ৷
advertisement
>>বিনিয়োগকারীর কাছে সুদ নেওয়ার দুটি অপশন রয়েছে ৷ এক প্রতি বছরের শেষে সুদ তুলে নিতে পারেন বা ম্যাচিউরিটির সময় একবারে গোটা সুদ নেওয়া ৷ ডিপোজিট করার সময় এর মধ্যে একটি অপশন সিলেক্ট করতে হবে ৷
>>প্রিম্যাচিউর উইথড্রয়েলের সুবিধাও রয়েছে ৷ STBF অনুযায়ী, এক বছরের লকইন পিরিয়ড থাকে ৷ এরপর একটি ছোট অঙ্কের পেনাল্টি চার্জ দেওয়ার পর তা তুলে নিতে পারবেন ৷
advertisement
>>MTGD এর ক্ষেত্রে ৩ বছর পর সুদের উপরে পেনাল্টি দিয়ে তোলা যেতে পারে ৷
>>LTGD এর ক্ষেত্রে ৫ বছর পর সুদের উপর পেনাল্টি দিয়ে তুলে নেওয়া যেতে পারে ৷
এই স্কিমে সবচেয়ে বড় সুবিধা হল ক্যাপিটল গেন ট্যাক্স (Capital Gains Tax), ওয়েল্থ বা ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায় ৷ ডিপোজিট করা সোনার মূল্য বেড়ে গেলেও এর উপর কোনও ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয় না ৷ সুদ থেকে হওয়া আয়ের উপর এটা ধার্য হয় না ৷ ম্যাচিউরিটিতে ডিপোজিটার ঠিক সেই ফর্মেই সোনা পাবেন যে ফর্মে জমা দিয়েছিলেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2020 9:24 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়িতে বা লকারে রাখা সোনা থেকে হতে পারে মোটা আয়, মিলবে ট্যাক্স ছাড়ও