#নয়াদিল্লি: আপনিও কী পয়লা ডিসেম্বরের পর কোথাও যাওয়ার প্ল্যান বানিয়েছেন ? ট্রেনের টিকিট বুকিং করে রেখেছেন ? তাহলে এটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ৷ মেসেজে দাবি করা হয়েছে, ১ ডিসেম্বর থেকে রেলওয়ে কোভিড ১৯ স্পেশ্যাল ট্রেন -সহ সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ করে দিতে চলেছে ৷ আপনার কাছেও এরকম কোনও মেসেজ এলে সেটি এড়িয়ে চলুন কারণ এটা সম্পূর্ণ ভুয়ো খবর ৷
রেল মন্ত্রকের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকা মেসেজটি ফেক ৷ এর কোনও সত্যতা নেই ৷ বর্তমানে সরকারের এরকম কোনও পরিকল্পনা নেই ৷ PIBFactCheck এর তরফেও জানানো হয়েছে ট্রেন পরিষেবা বন্ধ করা নিয়ে সরকারের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷
করোনা সঙ্কটের মধ্যে এর আগেও একাধিক ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যার জেরে বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল ৷ করোনাকালে এই ধরনের ফেক মেসেজ ছড়িয়ে পড়া থেকে আটকানোর জন্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
It is claimed in a #WhatsApp forward that all trains including the #COVID19 special trains will stop operating after 1st December. #PIBFactCheck: This claim is #Fake. @RailMinIndia has taken no such decision on halting of train services after 1st December. pic.twitter.com/3ZeGyCEaOw
— PIB Fact Check (@PIBFactCheck) November 23, 2020
আপনার কাছে এরকম মেসেজ এলে পিআইবি ফ্যাক্ট চেকের জন্য https://factcheck.pib.gov.in/ বা হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ই-মেল pibfactcheck@gmail.com পাঠাতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Train Services