বাজেটে কি ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্স ঘোষণা করবেন অর্থমন্ত্রী? বিশেষজ্ঞদের কথা সত্যি হলে স্বস্তি পাবেন কর্মীরা!

Last Updated:

গত দুই বছর ধরে যাঁরা ওয়ার্ক ফ্রম হোম মডেলে অফিসের কাজ করছেন, বাজেটে এই সংক্রান্ত ঘোষণা হলে তাঁরা স্বস্তি পাবেন।

কলকাতা: আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ২০২৩ পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিশেষজ্ঞরা মনে করছেন যে, সাধারণ মানুষদের জন্য ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে কিছু বড় পরিবর্তন আনা হতে পারে। এমনকী বিশেষজ্ঞরা ওয়ার্ক ফ্রম হোমের বিষয়েও ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁদের বিশ্বাস, এই বছরের কেন্দ্রীয় বাজেটে চাকরিজীবীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্সের কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। আসলে অনেকেই নিজেদের বাড়ি থেকে অফিসের কাজ করছেন। ফলে এই ঘোষণা করা হলে তাঁরা কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন।
বছর দু’য়েক আগে কোভিড অতিমারীর কারণে ওয়ার্ক ফ্রম হোম মডেল চালু হয়েছিল। সেই থেকেই এটা চলছে। এমনকী কিছু কিছু কোম্পানি বর্তমানে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম অথবা হাইব্রিড মডেলে কাজ করার কথা বলছে। যাতে তারা এই মারণ ভাইরাসের হাত থেকে সুরক্ষিত থাকতে পারেন। গত দুই বছর ধরে যাঁরা ওয়ার্ক ফ্রম হোম মডেলে অফিসের কাজ করছেন, বাজেটে এই সংক্রান্ত ঘোষণা হলে তাঁরা স্বস্তি পাবেন। জেনে নেওয়া যাক, ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্সের প্রসঙ্গে।
advertisement
advertisement
ঘর থেকে যাঁরা কাজ করছেন, তাঁদের জন্য এই ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্সের বিষয়টা ঠিক কী?
বিশেষজ্ঞরা বলছেন যে, কোভিড অতিমারীর জেরে বহু মানুষ নিজেদের বাড়ি থেকেই কাজ করছে। আর বাড়ি থেকে অফিসের কাজ করার জন্য বাড়িতেই অফিস সেট-আপ বানিয়ে নিয়েছেন।
advertisement
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওয়ার্ক ফ্রম হোমের জন্য বাড়িতেই অফিস সেট-আপ তৈরি করার জন্য একটা ভাতা বা অ্যালাওয়েন্স দেওয়া হবে। সেটাই ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্স নামে পরিচিত। তবে সরাসরি কোনও অ্যালাওয়েন্স হয়তো দেওয়া হবে না কর্মীদের। কর সংক্রান্ত বিষয়ের স্বস্তির আকারেই হয়তো এই ভাতা পাবেন ওয়ার্ক ফ্রম হোম মডেলে কাজ করা কর্মীরা।
advertisement
যদি পরের মাসের কেন্দ্রীয় বাজেটে এই সংক্রান্ত ঘোষণা করা হয়, তা-হলে হাইব্রিড অথবা ওয়ার্ক ফ্রম হোম মডেলে কাজ করা কর্মীরা কিছু কর সংক্রান্ত সুবিধা পেতে চলেছেন। এতে তাঁদের হাতে একটা ভাল পরিমাণ বেতন থাকতে চলেছে।
এছাড়া অর্থমন্ত্রী নির্মলা সীতারণন অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়েও ঘোষণা করবেন এই বাজেটে। এমনকী এই তালিকায় থাকবে ৮০সি ছাড় এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি। যদিও এখনও পর্যন্ত এই সব বিষয়ে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি কেন্দ্রীয় সরকার। তবে বিশেষজ্ঞদের আশা, বাজেট ২০২৩ ঘোষণা হওয়ার পর জনসাধারণ প্রচুর সুযোগ-সুবিধা পেতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজেটে কি ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্স ঘোষণা করবেন অর্থমন্ত্রী? বিশেষজ্ঞদের কথা সত্যি হলে স্বস্তি পাবেন কর্মীরা!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement