#কলকাতা: গ্রাহক কোন স্কিমে কত বছরের জন্য টাকা রাখছেন, তার উপর রেকারিং ডিপোজিটে (RD) সুদের হার (Interest Rate) নির্ভর করে। প্রায় সব ব্যাঙ্কই সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের বেশি হারে সুদ দেয়। রেকারিং ডিপোজিটেও নানা ধরনের স্কিম (Scheme) রয়েছে। সাধারণ স্কিমের পাশাপাশি মিলবে স্পেশাল স্কিমও। আমজনতার জন্য মোটামুটি এক অর্থবর্ষে ৪.০০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ (১ থেকে ৫ বছরের জন্য) পর্যন্ত সুদ দেয় ব্যাঙ্কগুলি। প্রবীণ নাগরিক হলে সুদের হার কিছুটা বেশি হয়। সর্বোচ্চ সুদের হার-সহ ভারতের
সেরা রেকারিং ডিপোজিট স্কিম--
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিট না রেকারিং ডিপোজিট? কোথায় ইনভেস্ট করে বেশি লাভবান হবেন?
রেকারিং ডিপোজিটের বিভিন্ন স্কিমে সুদের হার ভিন্ন--
রেগুলার সেভিংস স্কিম: রেগুলার রেকারিং ডিপোজিটে (Recurring Deposit) সুদের হার সাধারণত ৪.০০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত হয়।
জুনিয়র আরডি স্কিম: এতেও সাধারণত রেগুলার সেভিংস স্কিমের মতোই সুদের হার মেলে। তবে কিছু ক্ষেত্রে ছাত্র-ছাত্রী সঞ্চয়ে উৎসাহিত করতে উচ্চ হারেও সুদ দেওয়া হয়।
সিনিয়র সিটিজেন আরডি স্কিম: সব চেয়ে বেশি সুদের হার মেলে এই স্কিমে। সাধারণ হারের থেকে ০.০৫ শতাংশ বেশি। এই স্কিমে সুদের হার থাকে ৪.০০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত।
এনআরই/এনআরও আরডি স্কিম: এই রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার সব চেয়ে কম। এমনকী যেসব প্রবীণ নাগরিকদের এনআরই/এনআরও অ্যাকাউন্ট আছে, তাঁরাও উচ্চ হারে সুদ পান না।
স্পেশাল আরডি স্কিম: ব্যাঙ্কগুলি বিভিন্ন গ্রাহকের চাহিদা এবং ক্ষমতা অনুযায়ী বিভিন্ন স্কিম প্রদান করে। স্পেশাল আরডি স্কিমে সব চেয়ে বেশি হারে সুদ পাওয়া যায়। আইসিআইসিআই ব্যাঙ্ক ‘আই উইশ’ অ্যাকাউন্টের সুবিধা দেয়, যাতে গ্রাহক তার আরডি অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন পরিমাণে টাকা রাখতে পারে। বিনামূল্যে জীবন বিমা পাওয়া যায়, এমন আরডি স্কিমও আছে। আবার কিছু স্কিমে গ্রাহক তার পুরো ডিপোজিট না-ভেঙে কিছু পরিমাণ টাকা তুলতে পারেন। আবার কিছু স্কিমে বড় অঙ্কের টাকার জন্য গ্রাহককে পুরস্কৃতও করে।
আরও পড়ুন: সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার সুবিধা কী? সুদের হার কত? জানুন খুঁটিনাটি
রেকারিং ডিপোজিটের সুবিধা--
নিরাপদ বিনিয়োগ: কোনও ঝুঁকি নেই। গ্রাহকের জমানো টাকা সম্পূর্ণ নিরাপদে থাকে। সুদের হারও ওঠা-নামা করে না।
শুরু থেকেই লাভ: প্রথম কিস্তির বিনিয়োগ থেকে গ্রাহক সুদ পাবেন। মেয়াদ বাড়লে সঞ্চিত সুদও বাড়বে। গ্রাহক যত বেশি বিনিয়োগ করবেন, তত বেশি সুদ পাবেন।
থোক টাকা: মোট বিনিয়োগ এবং অর্জিত সুদ মিলিয়ে মেয়াদ শেষে গ্রাহকের হাতে আসবে থোক টাকা। গ্রাহক সেই টাকা পুনরায় বিনিয়োগ করতে পারেন।
অনলাইন অ্যাক্সেস: অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই যে কোনও ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট খোলা যায়। প্রস্তাবিত বিভিন্ন সুদের হারও যাচাই করা যাবে। গ্রাহক কত বছরের জন্য কত টাকা জমা করতে পারেন, তার প্রস্তাবিত সুদ কত, সব কিছুরই হদিশ মিলবে।
লোনের সুবিধা: রেকারিং ডিপোজিট থাকলে গ্রাহকের লোনের আবেদনকে অগ্রাধিকার দেয় ব্যাঙ্ক। এমনকী যাতে লোন দ্রুত মেলে, তার ব্যবস্থাও করেন কর্তৃপক্ষ। একই সঙ্গে, ঋণ পরিশোধের সময় সুদের হারেও কিছুটা ছাড় মেলে।
আরও পড়ুন: কোন মিউচুয়াল ফান্ডটি আপনার জন্য সঠিক, বোঝা যাবে কী ভাবে?
স্মল ফিনান্স ব্যাঙ্কে রেকারিং ডিপোজিটে সব চেয়ে বেশি সুদ মেলে: স্মল ফিনান্স ব্যাঙ্কে রেকারিং ডিপোজিটে সুদের হার সর্বোচ্চ-- উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কে ২৪ থেকে ৩৬ মাসের রেকারিং ডিপোজিটে সর্বোচ্চ ৮ শতাংশ হারে সুদ মেলে। অন্যান্য মেয়াদের বিনিয়োগে আবার ১২, ১৫, ১৮, ২১ এবং ২৪ মাসের ক্ষেত্রে ৭.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
ব্যাঙ্ক অনুযায়ী রেকারিং ডিপোজিটের সুদের হার | ||||||
ব্যাঙ্ক | সময়সীমা (বার্ষিক) | |||||
১ বছর | ২ বছর | ৩ বছর | ৪ বছর | ৫ বছর | ৫ বছরের বেশি সময় | |
অন্ধ্র ব্যাঙ্ক | ৫.০০% | ৫.৪০% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৬০% | ৫.৬০% |
এলাহাবাদ ব্যাঙ্ক | ৫.০০% | ৫.১০% | ৫.১৫% | ৫.১৫% | ৫.১৫% | ৫.১৫% |
অ্যাক্সিস ব্যাঙ্ক | ৪.৪০% | ৫.২৫% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৭৫% | ৫.৭৫% |
বন্ধন ব্যাঙ্ক | ৫.৫০% | ৫.৫০% | ৫.২৫% | ৫.২৫% | ৫.০০% | ৫.০০% |
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র | ৪.৯০% | ৪.৯০% | ৪.৯০% | ৪.৯০% | ৪.৯০% | ৪.৯০% |
ব্যাঙ্ক অফ বরোদা | ৪.৯০% | ৫.১০% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% |
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ৫.০০% | ৫.০৫% | ৫.০৫% | ৫.০৫% | ৫.০৫% | ৫.০৫% |
কানাড়া ব্যাঙ্ক | ৫.১০% | ৫.১০% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% |
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ৪.৯০% | ৫.০০% | ৫.০০% | ৫.০০% | ৫.০০% | ৫.০০% |
সিটি ইউনিয়ন ব্যাঙ্ক | ৫.০০% | ৫.২৫% | ৫.০০% | ৫.০০% | ৫.০০% | ৫.০০% |
কর্পোরেশন ব্যাঙ্ক | ৫.০০% | ৫.৪০% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৫০% |
সিটি ব্যাঙ্ক | ২.৭৫% | ৩.০০% | প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় |
ডিবিএস ব্যাঙ্ক | ৪.২৫% | ৪.৫৫% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৫০% |
ধনলক্ষ্মী ব্যাঙ্ক | ৫.১৫% | ৫.৩০% | ৫.৩০% | ৫.৪০% | ৫.৪০% | ৫.৫০% |
ফেডারেল ব্যাঙ্ক | ৫.১০% | ৫.৩৫% | ৫.৩৫% | ৫.৩৫% | ৫.৬০% | ৫.৬০% |
এইচডিএফসি ব্যাঙ্ক | ৪.৯০% | ৫.১৫% | ৫.৩০% | ৫.৩০% | ৫.৩০% | ৫.৫০% |
ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক | ৫.২০% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% |
আইসিআইসিআই ব্যাঙ্ক | ৩.৭৫% | ৪.৪০% | ৪.৪০% | ৪.৪০% | ৪.৪০% | ৪.৪০% |
আইডিবিআই ব্যাঙ্ক | ৫.০৫% | ৫.২০% | ৫.৪০% | ৫.৪০% | ৫.২৫% | ৪.৮০ থেকে ৫.২৫% |
ইন্ডিয়ান ব্যাঙ্ক | ৫.১০% | ৫.১৫% | ৫.১৫% | ৫.১৫% | ৫.১৫% | ৫.১৫% |
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক | ৬.০০% | ৬.০০% | ৬.০০% | ৬.০০% | ৫.৫০% | ৫.৫০% |
জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক | ৫.১০% | ৫.২০% | ৫.৩০% | ৫.৩০% | ৫.৩০% | ৫.৩০% |
কর্নাটক ব্যাঙ্ক | ৫.২০% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৬০% | ৫.৬০% |
কারুর বৈশ্য ব্যাঙ্ক | ৫.২৫% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৭৫% | ৫.৭৫% |
কোটাক মাহিন্দ্রা | ৪.৫০% | ৫.০০% | ৫.১০% | ৫.২০% | ৫.২৫% | ৫.২৫% |
লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক | ৫.০০% | ৪.৭৫% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৫০% |
ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স | ৫.০০% | ৫.১০% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% |
পিএনবি | ৫.০০% | ৫.১০% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% |
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক | ৫.১৫% | ৫.১৫% | ৫.৩০% | ৫.৩০% | ৫.৩০% | ৫.৩০% |
সারস্বত ব্যাঙ্ক | ৫.২৫% | ৫.২৫% | ৫.৪৫% | ৫.৪৫% | ৫.৮৫% | ৫.৮৫% |
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক | ৫.৪০% | ৫.৪০% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৬৫% | ৫.৬৫% |
এসবিআই | ৪.৯০% | ৫.১০% | ৫.৩০% | ৫.৩০% | ৫.৪০% | ৫.৪০% |
সিন্ডিকেট ব্যাঙ্ক | ৫.১০% | ৫.১০% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% |
টিএমবি | ৫.৫০% | ৫.৫০% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% | ৫.২৫% |
ইউকো ব্যাঙ্ক | ৪.৯০% | ৫.০০% | ৫.০০% | ৫.০০% | ৫.০০% | ৫.০০% |
ইউনিয়ন ব্যাঙ্ক | ৫.০০% | ৫.৪০% | ৫.৫০% | ৫.৫০% | ৫.৬০% | ৫.৬০% |
ইউনাইটেড ব্যাঙ্ক | ৫.১৫% | ৫.১৫% | ৫.৩০% | ৫.৩০% | ৫.৩০% | ৫.৩০% |
ইয়েস ব্যাঙ্ক | ৫.৭৫% | ৬.০০% | ৬.২৫% | ৬.২৫% | ৬.৫০% | ৬.৫০% |
পোস্ট অফিস (৫ বছর) | ৫.৫% | ৫.৫% | ৫.৫% | প্রযোজ্য নয় | ৬.৭% | প্রযোজ্য নয় |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recurring Deposit