দেশের গণ্ডী ছাড়িয়ে বিদেশে,এবার দুবাই রুটে সরাসরি বিমান পরিষেবা চালু করল ভিস্তারা

Last Updated:

এবার মুম্বই-দুবাই রুটে ডিরেক্ট ফ্লাইট চালু করল ভিস্তারা ৷ ২১ অগাস্ট থেকে চালু হচ্ছে এই পরিষেবা ৷

#মুম্বই: দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশের আকাশে ডানা মেলল ভিস্তারা ৷ টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ মালিকানার বিমান সংস্থা ভিস্তারা (Vistara) যে দিল্লি-সিঙ্গাপুর, মুম্বই-সিঙ্গাপুর রুটে বিমান চালাবে, তা আগেই ঘোষণা করা হয়েছিল ৷ এবার মুম্বই-দুবাই রুটে ডিরেক্ট ফ্লাইট চালু করল ভিস্তারা ৷ ২১ অগাস্ট থেকে চালু হচ্ছে এই পরিষেবা ৷ এই রুটে থ্রি ক্লাস কেবিন যুক্ত A320new এয়ারবাস চালাবে ভিস্তারা ৷ এই প্রথমবার মুম্বই-দুবাই রুটে থাকছে প্রিমিয়াম ইকনমি ক্লাসে চড়ার সুযোগও ৷ পাশাপাশি ইকনমি এবং বিজনেস ক্লাস তো আছেই ৷
advertisement
মুম্বইয়ের পাশাপাশি দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, গোয়া, হায়দরাবাদের যাত্রীরাও ‘ওয়ান স্টপ’ কানেকশনে এই পরিষেবার সুবিধা পেতে পারে ৷ ভিস্তারায় মুম্বই-দুবাই-মুম্বই রাউন্ড ট্রিপ খরচ ইকনমি ক্লাস ১৭,৮২০ টাকা ৷ প্রিমিয়াম ইকনমি ২৪,৯০০ টাকা এবং বিজনেস ক্লাসে ৩৭,৪৬৫ টাকা ৷ অর্থাৎ ন্যূনতম ১৭,৮২০ টাকায় মুম্বই-দুবাই আসা যাওয়া যথেষ্ট ভাল খবর যাত্রীদের জন্য ৷ অন্যদিকে দুবাই-মুম্বই-দুবাই রুটে ভাড়া রাখা হয়েছে ইকনমি ক্লাস (AED 765), প্রিমিয়াম ইকনমি ক্লাস (AED 1085), বিজনেস ক্লাস (AED 2315) ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দেশের গণ্ডী ছাড়িয়ে বিদেশে,এবার দুবাই রুটে সরাসরি বিমান পরিষেবা চালু করল ভিস্তারা
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement