দেশের গণ্ডী ছাড়িয়ে বিদেশে,এবার দুবাই রুটে সরাসরি বিমান পরিষেবা চালু করল ভিস্তারা
Last Updated:
এবার মুম্বই-দুবাই রুটে ডিরেক্ট ফ্লাইট চালু করল ভিস্তারা ৷ ২১ অগাস্ট থেকে চালু হচ্ছে এই পরিষেবা ৷
#মুম্বই: দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশের আকাশে ডানা মেলল ভিস্তারা ৷ টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ মালিকানার বিমান সংস্থা ভিস্তারা (Vistara) যে দিল্লি-সিঙ্গাপুর, মুম্বই-সিঙ্গাপুর রুটে বিমান চালাবে, তা আগেই ঘোষণা করা হয়েছিল ৷ এবার মুম্বই-দুবাই রুটে ডিরেক্ট ফ্লাইট চালু করল ভিস্তারা ৷ ২১ অগাস্ট থেকে চালু হচ্ছে এই পরিষেবা ৷ এই রুটে থ্রি ক্লাস কেবিন যুক্ত A320new এয়ারবাস চালাবে ভিস্তারা ৷ এই প্রথমবার মুম্বই-দুবাই রুটে থাকছে প্রিমিয়াম ইকনমি ক্লাসে চড়ার সুযোগও ৷ পাশাপাশি ইকনমি এবং বিজনেস ক্লাস তো আছেই ৷
Starting 21st August 2019, we will be operating direct daily flights to #Dubai from #Mumbai, with introductory return fares starting at INR 17,820/- all-in. Book now! https://t.co/Os3CP92eba pic.twitter.com/SsFkOwxAxB
— Vistara (@airvistara) August 4, 2019
advertisement
মুম্বইয়ের পাশাপাশি দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, গোয়া, হায়দরাবাদের যাত্রীরাও ‘ওয়ান স্টপ’ কানেকশনে এই পরিষেবার সুবিধা পেতে পারে ৷ ভিস্তারায় মুম্বই-দুবাই-মুম্বই রাউন্ড ট্রিপ খরচ ইকনমি ক্লাস ১৭,৮২০ টাকা ৷ প্রিমিয়াম ইকনমি ২৪,৯০০ টাকা এবং বিজনেস ক্লাসে ৩৭,৪৬৫ টাকা ৷ অর্থাৎ ন্যূনতম ১৭,৮২০ টাকায় মুম্বই-দুবাই আসা যাওয়া যথেষ্ট ভাল খবর যাত্রীদের জন্য ৷ অন্যদিকে দুবাই-মুম্বই-দুবাই রুটে ভাড়া রাখা হয়েছে ইকনমি ক্লাস (AED 765), প্রিমিয়াম ইকনমি ক্লাস (AED 1085), বিজনেস ক্লাস (AED 2315) ৷
Location :
First Published :
August 05, 2019 6:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দেশের গণ্ডী ছাড়িয়ে বিদেশে,এবার দুবাই রুটে সরাসরি বিমান পরিষেবা চালু করল ভিস্তারা