Union Budget 2022: বাজেট ২০২২-এ কোভিড-১৯ সাপোর্ট ফিরিয়ে নিলেও ভারতের কোনও সমস্যা হবে না?

Last Updated:

Union Budget 2022: এর ফলে আগামী বছরগুলোতে ভারতের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

#নয়াদিল্লি: কোভিড-১৯ (Covid 19) মহামারী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর ফলে বিভিন্ন দেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। পুরো বিশ্ব ফিসক্যাল ও মানিটারি পলিসির মাধ্যমে আর্থিক গ্রোথ সচল রাখার কাজ করে গিয়েছে। এর ফলে বিভিন্ন দেশের আর্থিক ক্ষতির সম্ভাবনা কম হয়েছে। বিভিন্ন দেশের সরকার (Union Budget 2022) বাজারের বিকাশের জন্য আর্থিক সাপোর্ট করার জন্য এগিয়ে এসেছে। সেই সময়ে ভারত সরকার রিলিফ প্যাকেজ ঘোষণা করার ক্ষেত্রে কয়েক মাস সময় নিয়েছিল।
অর্থনীতিবিদদের মতে ভারত সরকার দেরি করে আর্থিক প্যাকেজের ঘোষণা করলেও, তার ফিসক্যাল রেট খুবই সীমিত। যখন বিশ্বের বিভিন্ন দেশ ফিসক্যাল সাপোর্ট পুনরায় ফিরিয়ে নেওয়া শুরু করেছে, তখন ভারত এই বিষয়ে খুব বেশি চিন্তিত নয়। এর কারণ হল ভারতের কাছে রোলব্যাক করার নির্দিষ্ট কিছু নেই। এর জন্য ভারত এই স্ট্রাকচারাল রিফর্মকে ভালো উপায়ে ব্যবহার করতে পেরেছে। এর ফলে আগামী বছরগুলোতে ভারতের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
আত্মনির্ভর ভারত প্যাকেজ
করোনা মহামারীর জন্য এমার্জেন্সি ক্রেডিট গ্যারান্টি স্কিমের বাজেট ছিল ৩ লাখ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের তরফে আরেকটি ১ লাখ কোটি টাকার এগ্রিকালচার ইনফ্রা ফান্ড তৈরি করা হয়। এর মাধ্যমে কম সুদে বেশি সময়ের জন্য লোণের সুবিধা পাওয়া যায়। এছাড়াও ৯০০ আরব ডলারের একটি লিক্যুইডিটি দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের এই সকল ঘোষণার জন্য ফিসক্যালের বোঝা বেশি বাড়েনি, যা জিডিপির ১.৭ শতাংশ অর্থাৎ ৩.৪ লাখ কোটি টাকা ছিল।
advertisement
কেন্দ্রীয় সরকারের ব্যয়
কেন্দ্রীয় সরকার যখন আর্থিক বর্ষ ২১-এর বাজেট তৈরি করে, তখন মোট বাজেট ব্যয়ের পরিমাণ ছিল ৩০.৪ লাখ কোটি টাকা। কিন্তু আর্থিক বর্ষ ২১-এ মোট খরচ হয় ৩৪.৫ লাখ কোটি টাকা। আর্থিক বর্ষ ২২-এর বাজেটে এর পরিমাণ ছিল ৩৪.৮ লাখ কোটি টাকা। সেই বছর ২ লাখ কোটি টাকার কোভিড সাহায্য দেওয়া হয়েছিল।
advertisement
রেভেনিউ ব্রেকডাউন
আর্থিক বর্ষ ২১-এ নেট রেভেনিউ কমে ৬.৪ লাখ কোটি টাকা হয়ে যায়, যা বাজেটের তুলনায় ৩০ শতাংশ কম। আর্থিক বর্ষ ২২-এর শুরুটা বেশ ভালো হয়েছে, এপ্রিল-অক্টোবর মাসের মধ্যে ১৩.৬ লাখ কোটি টাকার ট্যাক্স কালেকশন করা হয়। এর ফলে কেন্দ্রীয় সরকারের অনুমান, আর্থিক বর্ষ ২২-এ ট্যাক্স ২২.১ লাখ কোটি টাকার বাজেট অনুমানের বেশি হতে পারে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: বাজেট ২০২২-এ কোভিড-১৯ সাপোর্ট ফিরিয়ে নিলেও ভারতের কোনও সমস্যা হবে না?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement