#কলকাতা: ‘উবের ইটস’ ৷ পছন্দের দোকান বা রেস্তোরাঁ থেকে খাবার বাড়িতে বসেই অর্ডার করার জন্য উবেরের এই অ্যাপ এবার চালু হয়ে গিয়েছে কলকাতাতেও ৷
উবেরের এই উদ্যোগ অবশ্য নতুন নয় ৷ ২০১৪ সালেই লস অ্যাঞ্জেলেসে ছোটখাটো ডেলিভারি অ্যাপ হিসেবে এর আত্মপ্রকাশ ঘটেছিল ৷ এর তিন বছর পর ২০১৭-এ এদেশে মুম্বইয়ে প্রথমবার উবের ইটস অ্যাপ চালু হয় ৷ মুম্বই, দিল্লি, গুরগাঁও, বেঙ্গালুরু, চেন্নাই, চণ্ডীগড়, হায়দরাবাদ, পুণে, কোচি, জয়পুরের মতো এবার কলকাতাতেও চালু হল এই ফুড ডেলিভারি অ্যাপ ৷
কলকাতা হল দেশের ১১তম শহর যেখানে উবের ইটস অ্যাপ চালু হল ৷ শহরের ২৫০-রও বেশি রেস্তোরাঁর সঙ্গে ইতিমধ্যেই গাটছড়া বেঁধেছে উবের ইটস অ্যাপ ৷ ফলে মোমো, রোল থেকে শুরু করে নামী দোকানের মিষ্টি অ্যাপে ক্লিক করলেই পাবেন গ্রাহকরা ৷ আপাতত পার্ক স্ট্রিট, যাদবপুর, ভবানীপুর, গড়িয়াহাট, নিউ আলিপুর, টালিগঞ্জ অঞ্চলেই উবের ইটসের পরিষেবা পাবেন গ্রাহকরা ৷ অ্যাপে খাবার অর্ডার করার সময় পেটিএম বা ক্যাশ অন ডেলিভারি দু’ভাবেই টাকা পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা ৷
উবের ইটস অ্যাপ ডাউনলোড করার পর খুঁজে নিন আপনার নিকটতম রেস্তোরাঁগুলি ৷ এবার দেখে নিন কোথায় কোন ধরনের খাবার পাওয়া যাবে। পাশাপাশি দেখে নিতে পারেন কোনটায় কত খরচ। যে ঠিকানায় খাবার ডেলিভারি চান, সেই ঠিকানাটা লিখুন। আইটেম ও রেস্তোরাঁ সিলেক্ট করা হয়ে গেলে আপনার অর্ডার দিন। ক্যাশ অন ডেলিভারি তো আছেই, চাইলে পেটিএমের মতো ওয়ালেটের সাহায্যে দাম মেটাতে পারেন। অর্ডার দেওয়া হয়ে গেলে আপনার ডেলিভারি কত দূরে রয়েছে, তা ট্র্যাক করে নিতে পারেন। এর ফলে খাবার কতক্ষণে আপনার কাছে পৌঁছবে, তা সহজেই বোঝা সম্ভব হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhavik Rathod, Food Delivery App, Uber Eats, Uber India