Home /News /business /
ইতিহাসে এম.এ পাশ করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ! পরিচয় করুন শক্তিকান্ত দাসের সঙ্গে

ইতিহাসে এম.এ পাশ করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ! পরিচয় করুন শক্তিকান্ত দাসের সঙ্গে

 • Share this:

  #মুম্বই: উর্জিত প্যাটেলের ইস্তফা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আরবিআই এর নয়া গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। আর শুরু থেকেই সংবাদ শিরোনামে রয়েছেন শক্তিকান্ত দাস । ২০১৬ সালের নোটবন্দির মূল কারিগর ছিলেন তিনিই।তার আগে অর্থ বিষয়ক সচিব পদেও ছিলেন তিনি।

  তবে শুধুমাত্র ২৫তম গভর্নরের খ্যাতিতেই সীমাবদ্ধ নেই তাঁর নাম। ট্যুইটার ট্রোল বাহিনীর নয়া ফেভারিট সাবজেক্টও এই মুহূর্তে তিনি । কারণ প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন বা উর্জিত প্যাটেলের মতো বাণিজ্য বা অর্থনীতিতে কোনও ডিগ্রি নেই তাঁর।

   

  ইতিহাসে স্নাতকোত্তর শক্তিকান্ত দাসের শিক্ষাগত যোগ্যতা এই মুহূর্তে গুগলে ট্রেন্ডের শীর্ষেও রয়েছে। Capture

  দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ছাড়াও,আইআইএম বেঙ্গালুরু থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়েও পড়াশুনা করেছেন তিনি, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই ট্রোল বাহিনীর । ট্যুইটার বাহিনীর বিদ্রুপ-এটাই নাকি 'মোদিনমিকস' অর্থাৎ মোদির অর্থনীতি।যদিও আরবিআইএর গভর্নর পদে নিযুক্ত হওয়ার জন্য অর্থনীতিতে ডিগ্রি জরুরি নয়, কিন্তু সেই বিষয়টি এই মুহূর্তে নেহাতই গৌণ নেটিজেনদের জন্য ।

  First published:

  Tags: RBI Governor, Shaktikanta Das, Troll, শক্তিকান্ত দাশ

  পরবর্তী খবর