হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
রেশন কার্ড থাকলে পেয়ে যাবেন ৪০০০ টাকা ক্যাশ, এই মাসে অ্যাকাউন্টে চলে আসবে টাকা

#TamilNadu: রেশন কার্ড থাকলে পেয়ে যাবেন ৪০০০ টাকা ক্যাশ, এই মাসে অ্যাকাউন্টে চলে আসবে টাকা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এম কে স্টালিন সমস্ত পরিবারকে করোনার পরিস্থিতিতে প্রত্যেক পরিবারকে ৪০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছেন ৷ এর মধ্যে ২০০০ টাকা প্রথম কিস্তিতে মে মাসে দেওয়া হবে ৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: আপনার কাছে রেশন কার্ড (Ration Card) থাকলে রাজ্য সরকারের তরফে ৪০০০ টাকা ক্যাশ দেওয়া হবে ৷ তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government) রেশন কার্ড হোল্ডারদের যারা দারিদ্র সীমার নিচে রয়েছেন তাদের এই টাকা দেওয়ার ঘোষণা করেছে ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এম কে স্টালিন সমস্ত পরিবারকে করোনা পরিস্থিতিতে প্রত্যেক পরিবারকে ৪০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছেন ৷ এর মধ্যে ২০০০ টাকা প্রথম কিস্তিতে মে মাসে দেওয়া হবে ৷

রাজ্য সরকারের এই ঘোষণায় ২.৭ কোটি রেশনকার্ড হোল্ডাররা লাভবান হতে চলেছেন ৷ এছাড়া মুখ্যমন্ত্রী স্টালিন ঘোষণা করেছেন রাজ্য সরকার সমস্ত স্টেট গর্ভমেন্ট ইনস্যুরেন্স কার্ডহোল্ডারদের বেসরকারি হাসপাতালে করোনা সংক্রান্ত চিকিৎসার খরচা বহন করবে ৷

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী পালানিস্বামী গত বছরের ডিসেম্বর মাসে পোঙ্গাল উৎসবের খুশিতে ২৫০০ টাকা ক্যাশ দেওয়ার ঘোষণা করেছিলেন ৷ এছাড়া চাল, চিনি ও আখ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করা হয়েছিল ৷

AIADMK সরকার ২০১৪ সালে রাজ্যের মানুষকে ১ কিলো চাল ও ১ কিলো চিনির সঙ্গে ১০০ টাকা দেওয়া শুরু করেছিল ৷ ২০১৮ সালে এই টাকাটা বাড়িয়ে ১০০০ টাকা করে দেওয়া হয় ৷ এরপর মুখ্যমন্ত্রী পালানিস্বামী এই টাকাটা বাড়িয়ে ২৫০০ টাকা করে দেওয়া হয়েছে ৷ এবার এম কে স্টালিন মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক পরিবারকে ৪০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: MK Stalin, Ration Card, Tamil Nadu