SSY Interest Rate: মধ্যবিত্তকে নতুন বছরের গিফট মোদি সরকারের! SSY-তে সুদের হার বৃদ্ধিতে বিরাট ফায়দা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
SSY Interest Rate: কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হারে পরিবর্তনের ঘোষণা করেছে
কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের জন্য নতুন সুদের হার ঘোষণা করেছে। এদিন এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হারে পরিবর্তনের ঘোষণা করেছে। এই সুদের হার নতুন বছরের ১লা জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সরকার সুকন্যা সমৃদ্ধির সুদের হার ৮% থেকে বাড়িয়ে ৮.২% করেছে।
সুকন্যা সমৃদ্ধির পাশাপাশি সরকার ৩ বছরের আমানতের সুদের হারও বাড়িয়েছে। আগে সরকার ৩ বছরের আমানতে ৭ শতাংশ সুদ দিত, যা এখন বেড়ে ৭.১ শতাংশ হয়েছে। সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ-এর সুদের হারে কোনও পরিবর্তন করেনি। কেন্দ্রীয় সরকার ১ বছরের আমানতের সুদের হার বাড়ায়নি। আগের মতোই এক বছরের আমানতে গ্রাহকদের ৬ দশমিক ৯ শতাংশ সুদ প্রদান অব্যাহত রাখবে সরকার।
advertisement
২ বছরের আমানতে সুদের হার সম্পর্কে কথা বললে, সরকার তাতেও কোনও বৃদ্ধি করেনি। আগের মতো এবারও ৭ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা।
advertisement
তবে ৩ বছরের আমানতের সুদের হার সামান্য বৃদ্ধি করা হয়েছে। এখন গ্রাহকরা ৩ বছরের আমানতে ৭ শতাংশের পরিবর্তে ৭.১ শতাংশ সুদ পাবেন।
advertisement
আরও পড়ুন, কোভিডেই শেষ নয়! চিনের রহস্যময় নিউমোনিয়া থেকে অ্যাডিনো, ২০২৩ দেখেছে বিপদের কোন কোন ‘বীজ’?
৫ বছরের আমানতের কথা বললে, গ্রাহকরা আগের মতোই ৭.৫ শতাংশ সুদ পাবেন।এতে কোনও পরিবর্তন নেই। অনেকগুলি স্কিম রয়েছে যেখানে কোনও পরিবর্তন করা হয়নি। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মাসিক ইনকাম অ্যাকাউন্ট স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম, কিষাণ বিকাশ পত্র এতে অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ হবে আগের মতো ৮.২ শতাংশ, মাসিক ইনকাম অ্যাকাউন্ট স্কিমে ৭.৪ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ৭.৭ শতাংশ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে ৭.১ শতাংশ এবং কিষাণ বিকাশ পত্রে ৭.৫ শতাংশ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2023 6:54 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SSY Interest Rate: মধ্যবিত্তকে নতুন বছরের গিফট মোদি সরকারের! SSY-তে সুদের হার বৃদ্ধিতে বিরাট ফায়দা