মোবাইল অ্যাপ ‘Buddy’-র জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী SBI
Last Updated:
ব্যাঙ্কের দাবি, তাদের গ্রাহক না-হলেও এই অ্যাপ ফোনে ‘ডাউনলোড’ করে টাকা চাওয়া-পাঠানো, বিল মেটানো ইত্যাদি কাজ করা যাবে।
#কলকাতা : পুরোনো নোট বাতিল হওয়ার পর এক মাস কেটে গেলেও নগদ সমস্যা চলছেই গোটা দেশে ৷ ব্যাঙ্কে মিলছে না পর্যাপ্ত টাকা ৷ এটিএমে ঝুলছে ‘নো ক্যাশ’-এর বোর্ড ৷ এই অবস্থায় ঘোর সমস্যায় আম-আদমি ৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন নগদের চেয়ে অনলাইন লেনেদেনের উপর বেশি জোর দিতে বলেছেন ৷ তাই বিভিন্ন ব্যাঙ্ক এবং মোবাইল ওয়ালেট সংস্থার মোবাইল অ্যাপগুলির চাহিদাও এখন সাধারণ মানুষের কাছে যথেষ্ট ৷
অনলাইন লেনেদেন বাজার ধরতে এখন নেমে পড়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (SBI) ৷ ব্যাঙ্কের মোবাইল অ্যাপ ‘বাডি’ আগেই বাজারে আসলেও তার জনপ্রিয়তা বাড়াতে এখন যথেষ্ট উদ্যোগী এসবিআই ৷ ছোট ব্যবসায়ীরাও এখন যেমন লেনেদেনের জন্য পেটিএমের মতো মোবাইল ওয়ালেটে আস্থা রাখছেন ৷ তেমনি এসবিআই-এর এই বাডি অ্যাপের মাধ্যমে যাতে সাধারণ মানুষ লেনেদেন করেন, সেব্যাপারে এখন উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ ব্যাঙ্কের দাবি, তাদের গ্রাহক না-হলেও এই অ্যাপ ফোনে ‘ডাউনলোড’ করে টাকা চাওয়া-পাঠানো, বিল মেটানো ইত্যাদি কাজ করা যাবে।মোট ১৩টি ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2016 11:23 AM IST