ফের অ্যালার্ট জারি করল SBI! গ্রাহকদের সতর্ক করা হল এই নম্বরগুলি সম্বন্ধে...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
SBI ট্যুইটে গ্রাহকদের জানিয়েছে- গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে সুরক্ষিত রাখা তাদের কাজের মধ্যে পড়ে ৷
#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সতর্ক করা হয়েছে ৷ স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘আমরা গ্রাহকদের প্রতারকরা চক্রের বিষয়ে সচেতন ও সতর্ক করার চেষ্টা করেছি ৷ পাশাপাশি কোনওরকমের গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে শেয়ার করতে নিষেধ করা হয়েছে ৷’ এছাড়া অজানা লিঙ্কে ক্লিক বা অ্যাপ ডাউনলোড করতে মানা করা হয়েছে ৷ না হলে খোয়াতে পারেন ব্যাঙ্কে রাখা সমস্ত টাকা ৷
We advise our customers to be alert of fraudsters and not to share any sensitive details online or download any app from an unknown source.#StaySafe #StaySecure #BeAlert #CyberSecurity #CyberSafety #SBIAapkeSaath pic.twitter.com/eqGtgZ9UOv
— State Bank of India (@TheOfficialSBI) June 18, 2021
advertisement
advertisement
SBI ট্যুইটে গ্রাহকদের জানিয়েছে- গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে সুরক্ষিত রাখা তাদের কাজের মধ্যে পড়ে ৷ এসবিআই-এর (SBI) তরফে জানানো হয়েছে, ‘আমরা গ্রাহকদের পরামর্শ দিয়ে থাকি প্রতারকদের থেকে সতর্ক থাকতে এবং গুরুত্বপূর্ণ তথ্য ভুলেও অনলাইনে শেয়ার করতে মানা করা হয়েছে ৷’
>> কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না যেখানে ইএমআই, ডিবিটি, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডের জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) বা ব্যাঙ্ক ডিটেল চাওয়া হয়েছে ৷
advertisement
>> ভুয়ো যোজনা থেকে সাবধান থাকতে হবে যেগুলি ই-মেল, ফোন কল, বিজ্ঞাপনের মাধ্যমে লটারি, ক্যাশ টাকা পুরস্কার বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে থাকে ৷
>> সময় সময় ব্যাঙ্কের পাসওয়ার্ড বদল করতে থাকতে হবে ৷
>> খেয়াল রাখতে হবে এসবিআই প্রতিনিধিরা কখনও গ্রাহকদের ফোন করে ব্যক্তিগত তথ্য জানতে চায় না ৷
>> স্টেট ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য কেবল এসবিআই ওয়েবসাইট থেকে জানতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2021 8:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের অ্যালার্ট জারি করল SBI! গ্রাহকদের সতর্ক করা হল এই নম্বরগুলি সম্বন্ধে...