নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন স্যামসাংয়ের, প্রতি মাসে তৈরি হবে এক কোটিরও বেশি ফোন

Last Updated:

নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন করল স্যামসাং ৷

#নয়ডা: উত্তর প্রদেশ এবং দেশের জন্য দারুন খবর ৷ নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন করল স্যামসাং ৷ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন এখন ভারতে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই উত্তর প্রদেশের নয়ডায় সোমবার নতুন কারখানার উদ্বোধন করলেন তিনি ৷ এই কারখানা গোটা বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন তৈরি করার ক্ষমতা রাখবে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷
DhqGRFfVAAAoInd
দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা স্যামসাং বর্তমানে ভারতে ৬৭ মিলিয়ন স্মার্টফোন তৈরি করে ৷ নতুন এই কারখানা খুলে যাওয়ায় এখন থেকে ১২০ মিলিয়ন পর্যন্ত ফোন এদেশে তৈরি করার ক্ষমতা রাখবে স্যামসাং ৷ নতুন কারখানাতে এক মাসেই ১ কোটি ২০ লক্ষ ফোন তৈরি হতে পারে ৷ এর আগে ৫০ লক্ষ ফোন তৈরি হত এই কারখানায় ৷ নয়ডার সেক্টর ৮১-এ এই কারখানা তৈরি হয় ১৯৯৫ সালে ৷ ৩৫ একর জায়গা জড়ে রয়েছে স্যামসাং-এর এই কারখানা ৷ ১৯৯৭ সালে এখানে টিভি তৈরির কাজও শুরু হয় ৷ এর সম্প্রসারণে মোট ৪৯১৫ কোটি টাকা খরচ হয়েছে ৷ প্রায় ৭০ হাজার কর্মী এখানে কাজ করেন ৷ কারখানার সম্প্রসারণে উৎপাদণ ক্ষমতাও এখন দ্বিগুণ হয়েছে ৷
advertisement
advertisement
DhoIltGU8AE3ciF
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন স্যামসাংয়ের, প্রতি মাসে তৈরি হবে এক কোটিরও বেশি ফোন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement