Rupay Card: বড় ঘোষণা RBI-র! বিদেশেও চলবে দেশের ‘এই’ কার্ড, থাকবে না নগদ টাকা রাখার টেনশন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বিদেশে গিয়েও আপনি স্বচ্ছন্দে রুপে কার্ড ব্যবহার করতে পারবেন৷ বিদেশে গিয়ে নগদ টাকাপয়সার ঝক্কি অনেক কমে যাবে৷
নয়াদিল্লি: রুপে কার্ড নিয়ে বড় ঘোষণা করল আরবিআই। এখন যে কোনও ব্যাঙ্ক ফরেক্স রুপে কার্ড ইস্যু করতে পারে। অর্থাৎ বিদেশে গিয়েও আপনি স্বচ্ছন্দে রুপে কার্ড ব্যবহার করতে পারবেন৷ বিদেশে গিয়ে নগদ টাকাপয়সার ঝক্কি অনেক কমে যাবে৷ দেশের কার্ড দিয়েই হয়ে যাবে বিদেশের খরচখরচা৷ কয়েকদিনের মধ্যেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে আরবিআই৷
বিদেশে গিয়ে দেশের কার্ড ব্যবহার করা যাবে৷ ফলে বিদেশ যাত্রীদের কেনাকাটা আরও সহজ হয়ে যাবে৷ সেই সঙ্গে বিদেশে পঠনরত ছাত্রছাত্রীদের জন্যেও এটি বড় সুখবর৷ উপকৃত হবেন ব্যবসায়ীরাও৷
advertisement
কী এই ফরেক্স রুপে কার্ড?
ফরেক্স রুপে কার্ড হল প্রিপেড কার্ড৷ এটি ইন্ডিয়ান মাল্টিন্যাশানাল ফিনান্সিয়াল সার্ভিস পেমেন্ট নেটওয়ার্ক অর্থাৎ ভারতীয় বহুজাতিক আর্থিক পরিষেবা প্রদানের একটি নেটওয়ার্ক। ২০১২ সালে RBI এই পরিষেবা চালু করে৷ দেশে রিটেল পেমেন্টের চল আরও বাড়াতেই এই পরিষেবা চালু হয়৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ফরেক্স রুপে কার্ড চালু করে৷ ক্যাশলেস ইকোনমি গড়ে তোলার লক্ষ্যেও তৈরি হয়েছিল ফরেক্স রুপে কার্ড৷
advertisement
RuPay ডেবিট কার্ড
পেমেন্ট করার জন্য রুপে ডেবিট কার্ড ব্যবহার করা হয়৷ ব্যাঙ্কগুলি দেশের পয়েন্ট অফ সেল ডিভাইস (পিওএস), এটিএম এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে রুপে কার্ড ব্যবহার করা হয়৷ ভারতে রপে কার্ডের সঙ্গে লোকাল কার্ডের সুবিধা যোগ করে আর্ন্তজাতিক বাজারে প্রবেশ করছে৷
advertisement
ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হয় রপে ডেবিট কার্ড৷ ব্যাঙ্ক গ্রাহকের যোগ্যতার মাধ্যমে আলাদা আলাদা রুপে ডেবিট কার্ড দেওয়া হয়৷ শুধু গ্রাহকরাই নয়, রুপে কার্ডের মাধ্যমে সুবিধা পায় ব্যাঙ্কও৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2023 1:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rupay Card: বড় ঘোষণা RBI-র! বিদেশেও চলবে দেশের ‘এই’ কার্ড, থাকবে না নগদ টাকা রাখার টেনশন