Kotak Mahindra Bank: আপাতত নতুন ক্রেডিট কার্ড ইস্যু বন্ধ, অনলাইনে নতুন গ্রাহক সংযুক্তিও নয়, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক নিয়ে বড় পদক্ষেপ আরবিআইয়ের!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
RBI Bars Kotak Mahindra Bank From Onboarding New Customers Online: মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ও অনলাইনের মাধ্যমে নতুন গ্রাহকদের সংযুক্তি করতে পারবে না এই ব্যাঙ্ক। এ ছাড়া নয়া ক্রেডিট কার্ডও আপাতত ইস্যু করতে পারবে না কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৷
নয়াদিল্লি: দেশে লোকসভা ভোটের আবহে বড় নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উপর বেশ কিছু বিধি নিষেধ আরোপ করল আরবিআই ৷ দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, আপাতত অনলাইনে নতুন গ্রাহকদের সংযুক্তি করতে পারবে না কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৷ অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ও অনলাইনের মাধ্যমে নতুন গ্রাহকদের সংযুক্তি করতে পারবে না এই ব্যাঙ্ক। এ ছাড়া নয়া ক্রেডিট কার্ডও আপাতত ইস্যু করতে পারবে না কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৷
কোটাক মাহিন্দ্রাকে আরবিআই নির্দেশ দিয়েছে, তাদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ও অনলাইনের মাধ্যমে গ্রাহক সংযুক্তি করা আপাতত বন্ধ রাখতে ৷ শীর্ষ ব্যাঙ্কের পক্ষ থেকে আইটি পরীক্ষার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২২-২৩ সালের আইটি যাচাইয়ের পরই এই পদক্ষেপ। তবে আরবিআই জানিয়েছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড-সহ তার বিদ্যমান গ্রাহকদের (Existing Customers) সমস্ত পরিষেবা অব্যাহত রাখতে পারবে।
advertisement
advertisement
Reserve Bank of India has today directed Kotak Mahindra Bank Limited to cease and desist, with immediate effect, from onboarding new customers through its online and mobile banking channels and issuing fresh credit cards.
These actions are necessitated based on significant… pic.twitter.com/ccMz1EJRlI
— ANI (@ANI) April 24, 2024
advertisement
ক্রেডিট কার্ড ও গ্রাহক পরিষেবা নিয়ে আরও একটা বিষয় স্পষ্ট করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তারা জানিয়েছে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক শুধু নতুন ক্রেডিট কার্ড ইস্যু ও অনলাইনে নতুন গ্রাহক সংযুক্তি থেকেই আপাতত বিরত থাকবে। যাঁরা এই ব্যাঙ্কের বর্তমান গ্রাহক, তাঁদের ক্রেডিট কার্ড এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবায় এর কোনও প্রভাব পড়বে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2024 5:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Kotak Mahindra Bank: আপাতত নতুন ক্রেডিট কার্ড ইস্যু বন্ধ, অনলাইনে নতুন গ্রাহক সংযুক্তিও নয়, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক নিয়ে বড় পদক্ষেপ আরবিআইয়ের!