EMI Gets Cheaper: একধাক্কায় রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমাল আরবিআই! গৃহঋণ, পার্সোনাল লোনের কিস্তি কতটা সস্তা? দেখুন হিসেব

Last Updated:

আরবিআই-এর গভর্নর জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণের মধ্যে থাকার কারণেই রেপো রেট এক ধাক্কায় এতটা কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷

প্রতীকী চিত্র৷
প্রতীকী চিত্র৷
কিছুটা অপ্রত্যাশিত ভাবেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷ এর ফলে রেপো রেট কমে হল ৫.৫ শতাংশ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলিকে যে হারে সুদ দেয়, তাকেই বলা হয় রেপো রেট৷
আরবিআই-এর গভর্নর জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণের মধ্যে থাকার কারণেই রেপো রেট একধাক্কায় এতটা কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় সাধারণত ব্যাঙ্কগুলি সেই সাধারণত ঋণ গ্রহিতাদের দেয়৷ ফলে রেপো রেট কমলে সাধারণত ইএমআই-এর সুদের হারও কমে৷ ফলে দীর্ঘমেয়াদী ভিত্তিতে যারা ঋণ নিয়েছেন, তাঁদের মাসিক কিস্তির পরিমাণও কিছুটা কমে যায়৷ বিশেষত গৃহঋণ, গাড়ি কেনার জন্য ঋণ এবং পার্সোনাল লোনের মাসিক কিস্তি কিছুটা সস্তা হয়৷
advertisement
কতটা কমতে পারে ইএমআই?
advertisement
ধরা যাক এইচডিএফসি ব্যাঙ্ক থেকে কেউ ৩০ বছরের জন্য ৮.৭০ শতাংশ হারে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন৷ এই হিসেবে এতদিন মাসিক কিস্তা গুনতে হত ৩৯,১৩৬৷
৫০ বেসিস পয়েন্ট কমার পর সুদের হার দাঁড়াবে ৮.২০ শতাংশ৷ এর ফলে নতুন ইএমআই দাঁড়াবে ৩৭,৩৪৬ টাকা৷ ফলে নতুন মাসিক সাশ্রয় হবে ১৭৯০ টাকা, বার্ষিক সাশ্রয় হবে ২১,৪৮০ টাকা৷
advertisement
পার্সোনাল লোনে কতটা সাশ্রয়?
ধরা যাক ৫ বছরের জন্য কেউ ১২ শতাংশ সুদে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছেন৷
এতদিন ইএমআই দিতে হত ১১,১২২ টাকা৷
৫০ বেসিস পয়েন্ট কমায় সুদের হার দাঁড়াবে ১১.৫০ শতাংশ৷
এর ফলে নতুন ইএমআই দাঁড়াবে ১০,৯৬৩ টাকা৷
মাসিক সাশ্রয় হবে ১৫৯ টাকা৷
তবে ইএমআই-এর কিস্তিতে কত টাকা সাশ্রয় হবে, এই হিসেব পুরোটাই নির্ভর করে প্রতিটি ব্যাঙ্কের উপরে এবং তারা গ্রাহকদের উপরে কত শতাংশ সুদ চাপাচ্ছে তার উপরে৷
advertisement
আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র জানিয়েছেন, গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা সুবিধাজনক জায়গায় না থাকলেও ভারতীয় অর্থনীতির মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে রয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে৷ সেই কারণেই এই সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছে আরবিআই৷
রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি-র বৈঠকে সর্বসম্মত ভাবেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EMI Gets Cheaper: একধাক্কায় রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমাল আরবিআই! গৃহঋণ, পার্সোনাল লোনের কিস্তি কতটা সস্তা? দেখুন হিসেব
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement