EMI Gets Cheaper: একধাক্কায় রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমাল আরবিআই! গৃহঋণ, পার্সোনাল লোনের কিস্তি কতটা সস্তা? দেখুন হিসেব

Last Updated:

আরবিআই-এর গভর্নর জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণের মধ্যে থাকার কারণেই রেপো রেট এক ধাক্কায় এতটা কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷

প্রতীকী চিত্র৷
প্রতীকী চিত্র৷
কিছুটা অপ্রত্যাশিত ভাবেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷ এর ফলে রেপো রেট কমে হল ৫.৫ শতাংশ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলিকে যে হারে সুদ দেয়, তাকেই বলা হয় রেপো রেট৷
আরবিআই-এর গভর্নর জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণের মধ্যে থাকার কারণেই রেপো রেট একধাক্কায় এতটা কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় সাধারণত ব্যাঙ্কগুলি সেই সাধারণত ঋণ গ্রহিতাদের দেয়৷ ফলে রেপো রেট কমলে সাধারণত ইএমআই-এর সুদের হারও কমে৷ ফলে দীর্ঘমেয়াদী ভিত্তিতে যারা ঋণ নিয়েছেন, তাঁদের মাসিক কিস্তির পরিমাণও কিছুটা কমে যায়৷ বিশেষত গৃহঋণ, গাড়ি কেনার জন্য ঋণ এবং পার্সোনাল লোনের মাসিক কিস্তি কিছুটা সস্তা হয়৷
advertisement
কতটা কমতে পারে ইএমআই?
advertisement
ধরা যাক এইচডিএফসি ব্যাঙ্ক থেকে কেউ ৩০ বছরের জন্য ৮.৭০ শতাংশ হারে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন৷ এই হিসেবে এতদিন মাসিক কিস্তা গুনতে হত ৩৯,১৩৬৷
৫০ বেসিস পয়েন্ট কমার পর সুদের হার দাঁড়াবে ৮.২০ শতাংশ৷ এর ফলে নতুন ইএমআই দাঁড়াবে ৩৭,৩৪৬ টাকা৷ ফলে নতুন মাসিক সাশ্রয় হবে ১৭৯০ টাকা, বার্ষিক সাশ্রয় হবে ২১,৪৮০ টাকা৷
advertisement
পার্সোনাল লোনে কতটা সাশ্রয়?
ধরা যাক ৫ বছরের জন্য কেউ ১২ শতাংশ সুদে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছেন৷
এতদিন ইএমআই দিতে হত ১১,১২২ টাকা৷
৫০ বেসিস পয়েন্ট কমায় সুদের হার দাঁড়াবে ১১.৫০ শতাংশ৷
এর ফলে নতুন ইএমআই দাঁড়াবে ১০,৯৬৩ টাকা৷
মাসিক সাশ্রয় হবে ১৫৯ টাকা৷
তবে ইএমআই-এর কিস্তিতে কত টাকা সাশ্রয় হবে, এই হিসেব পুরোটাই নির্ভর করে প্রতিটি ব্যাঙ্কের উপরে এবং তারা গ্রাহকদের উপরে কত শতাংশ সুদ চাপাচ্ছে তার উপরে৷
advertisement
আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র জানিয়েছেন, গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা সুবিধাজনক জায়গায় না থাকলেও ভারতীয় অর্থনীতির মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে রয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে৷ সেই কারণেই এই সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছে আরবিআই৷
রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি-র বৈঠকে সর্বসম্মত ভাবেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EMI Gets Cheaper: একধাক্কায় রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমাল আরবিআই! গৃহঋণ, পার্সোনাল লোনের কিস্তি কতটা সস্তা? দেখুন হিসেব
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement