এই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকলে লাভবান হবেন আজ থেকেই
Last Updated:
এই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকলে লাভবান হবেন আজ থেকেই
#নয়াদিল্লি: পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর ৷ মেয়াদি জমা টাকার উপর সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক ৷ বর্তমানে এক কোটি টাকার নিচে ৭ থেকে ২৯ দিনের মেয়াদে জমা টাকার উপর সুদের হার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫.২৫ শতাংশ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। রবিবার ব্যাঙ্কের তরফে থেকে এই নয়া সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করা হয়। পয়লা জানুয়ারি, ২০১৮ থেকেই লাগু হচ্ছে এই নয়া সুদের হার ৷
এছাড়া বাকি মেয়াদি জমাতেও প্রাপ্ত সুদের হারে পরিবর্তন করা হয়েছে ৷ ৩০ থেকে ৪৫ দিনের জমার ওপর এখন ৫.২৫ শতাংশ সুদ পাবেন গ্রাহক ৷ ৪৬ থেকে ৯০ দিনের জন্য জমা রাখা টাকায় ৬.২৫ শতাংশ সুদ মিলবে । একই হারে সুদ মিলবে ৯১ থেকে ১৭৯ দিনের মেয়াদের জন্য জমা টাকাতেও ৷
advertisement
একইভাবে বেড়ে এক কোটির বেশি ও ১০ কোটি টাকা পর্যন্ত মেয়াদি আমানতের ক্ষেত্রে সাত থেকে ৪৫ দিনে জন্য জমা রাখলে মিলবে ৪.৮ শতাংশ সুদ ৷ ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য জমা টাকায় গ্রাহকেরা পাবেন ৪.৯০ শতাংশ সুদ ও ১৮০ থেকে এক বছরের কম মেয়াদের আমানতে পাওয়া যাবে ৫ শতাংশ সুদ ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2018 10:42 AM IST