PF Account: আদৌ PF জমা পড়ছে তো অ্যাকাউন্টে? কত টাকা রয়েছে, যাবতীয় তথ্য এখন হাতের মুঠোয়, জানুন এক ক্লিকে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
PF Account: পিএফ সংক্রান্ত কোনওরকমের সমস্যার জন্য আর দৌড়াদৌড়ি করতে হবে না। এখন মুঠো ফোনেই হবে সব সমাধান! স্মার্টফোনে এক ক্লিকেই মিলবে পিএফ-এর যাবতীয় তথ্য, জেনে নিন সহজ উপায়।
জলপাইগুড়ি: পিএফ সংক্রান্ত কোনওরকমের সমস্যার জন্য আর দৌড়াদৌড়ি করতে হবে না। এখন মুঠো ফোনেই হবে সব সমাধান! স্মার্টফোনে এক ক্লিকেই মিলবে পিএফ-এর যাবতীয় তথ্য, জেনে নিন সহজ উপায়। আজকের দিনে যদি আপনার হাতে থাকে একটি স্মার্টফোন, তা হলে প্রভিডেন্ট ফান্ড (PF) সংক্রান্ত কোনও সমস্যাই আর সমস্যার মধ্যে পড়ে না। ঘরে বসেই জানতে পারবেন আপনার PF অ্যাকাউন্টে কত টাকা আছে, কখন জমা হয়েছে, মালিকপক্ষ নিয়মিত টাকা দিচ্ছে কিনা—সমস্ত প্রয়োজনীয় তথ্য।
জলপাইগুড়ির PF অফিসের রিজনাল ওয়ান অফিসার পবন কুমার বানসাল জানিয়েছেন, “অনেকেই আজও প্রভিডেন্ট ফান্ডের তথ্য জানতে অফিসে ছুটে আসেন। বয়স্কদের ক্ষেত্রে কখনও কখনও অফিসে আসা সমস্যার হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় সঠিক তথ্যের অভাবে হয়রানি হতে হয়। কিন্তু এখন এই সমস্ত তথ্য পেতে একটিমাত্র অ্যাপ বা ওয়েবসাইটই যথেষ্ট।”
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! দেবগুরু বৃহস্পতির দুরন্ত চালে কাঁপবে ত্রিভুবন! ৬ রাশির জীবন ‘নরক’, চরম আর্থিক সঙ্কট, দুর্ঘটনার বিরাট সম্ভাবনা!
advertisement
advertisement
কিভাবে ঘরে বসেই জানবেন যাবতীয় তথ্য? এর জন্য প্রথমেই স্মার্টফোন থেকে গুগলে গিয়ে সার্চ করতে হবে unifiedportal-mem.epfindia.in। এই পোর্টালে ক্লিক করলেই খুলে যাবে একটি সহজ ইন্টারফেস। সেখানে আপনার UAN নম্বরটি দিতে হবে এবং মোবাইলে আসা OTP প্রবেশ করাতে হবে। ব্যস! কয়েক সেকেন্ডের মধ্যেই খুলে যাবে আপনার PF অ্যাকাউন্টের দরজা।
advertisement
আপনি জানতে পারবেন—আপনার PF পাসবুকে কত টাকা রয়েছে, কবে জমা হয়েছে, কতটা সুদ এসেছে এবং আপনার সংস্থা PF জমা দিচ্ছে কি না।সবচেয়ে বড় কথা, এর জন্য আর PF অফিসে গিয়ে লাইন দিতে হবে না। একেবারে ঘরে বসে, এক ক্লিকেই পুরো তথ্য মিলবে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুবিধা। তাই আপনি যদি এখনও আপনার PF অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের জন্য দৌড়ঝাঁপ করছেন, তা হলে আজই নিজের স্মার্টফোনে এই পদ্ধতিটি ব্যবহার করে দেখুন। PF-এর যাবতীয় তথ্য এখন আপনার মুঠোয়!
advertisement
সুরজিৎ দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2025 3:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF Account: আদৌ PF জমা পড়ছে তো অ্যাকাউন্টে? কত টাকা রয়েছে, যাবতীয় তথ্য এখন হাতের মুঠোয়, জানুন এক ক্লিকে