#নয়াদিল্লি: সম্প্রতি মোদি সরকার ESIC Act-এ ‘অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা’-র সময়সীমা ৩০ জুন ২০২১ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে ৷ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কিছু ছাড়ের সঙ্গে সাবস্ক্রাইবাররা ৫০ শতাংশ বেকার ভাতা দেওয়া হবে ৷ এই সুবিধা কেবল তারা পাবেন যাদের চাকরি ৩১ ডিসেম্বরের আগে চলে যাবে ৷
৩১ ডিসেম্বর ২০২০-র পর এই স্কিমের নিয়মে দেওয়া ছাড় সমাপ্ত করা হবে ৷ ১ জানুয়ারি ২০২১ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত অরিজিনাল ক্রাইটেরিয়ার ভিত্তিতে সাবস্ক্রাইবাররা লাভ পাবেন ৷ এই সময় বেকার ভাতা ৫০ শতাংশের বদলে ২৫ শতাংশ দেওয়া হবে ৷ এই সুবিধা সংগঠিত ক্ষেত্রে সেই সমস্ত কর্মচারীরা পাবেন যারা ESIC-এ বিমিত রয়েছেন এবং দু’বছরের বেশি সময় ধরে চাকরি করছেন ৷ এছাড়া আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেটা বেসের সঙ্গে যুক্ত থাকা জরুরি ৷
এই স্কিম সম্বন্ধে বিস্তারিত জেনে নিন....এই স্কিমের লাভ কেবল যারা চাকরি হারিয়েছেন তারা পাবেন ৷
এই সুবিধার তিনিই পাবেন যিনি কমপক্ষে দু’বছর করছেন
ব্যক্তির আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেটা বেসে রেজিস্টার্ড থাকতে হবে ৷
বেকার ব্যক্তি নিজেই এই ক্লেম করতে পারবেন ৷
চাকরি যাওয়ার ৩০ থেকে ৯০ দিনের মধ্যে এই ক্লেম করতে হবে৷
ক্লেম অনলাইন সাবমিট করতে হবে ৷ ক্লেম ভেরিফাই হওয়ার ১৫ দিনের মধ্যে পেমেন্ট করে দেওয়া হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job loss