#নয়াদিল্লি: পেঁয়াজের দাম যেন কমার নামই নেই ৷ দেশের একধিক শহরে পেঁয়াজের দাম প্রায় ১৬০ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে ৷ পেঁয়াজের দাম কমানোর জন্য সরকারের তরফে ফের স্টক লিমিট কম করে দেওয়া হয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, রিটেলর কেবল ২ মেট্রিক টন পেঁয়াজ রাখতে পারবেন ৷ এছাড়া সরকার রাজ্যের পেঁয়াজ ব্যবসায়ীদের উপর তদন্তের নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি মিশর থেকে পেঁয়াজ আসতে চলেছে নাসিকে ৷ এর জেরে কিছুটা দাম কমতে পারে পেঁয়াজের বলে মনে করা হচ্ছে ৷
দেখে নিন দেশের বড় শহরগুলিতে এদিন পেঁয়াজের দাম কত ছিল ৷
১) বাণিজ্যনগরী মুম্বইতে মঙ্গলবার পেঁয়াজের দাম ছিল ১৫০ টাকা প্রতি কিলোগ্রাম ৷
২) রাজধানী দিল্লিতে এক কিলো পেঁয়াজের দাম ১০০ টাকা ৷ নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ ও গাজিয়াবাদে পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা প্রতি কিলোগ্রাম ৷
৩) পঞ্জাবের একাধিক বড় শহরে পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা প্রতি কিলোগ্রাম ৷
৪) সিমলায় এদিন পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা প্রতি কিলো ৷
৫) রাজস্থানের রাজধানী জয়পুরে পেঁয়াজের দাম ৮০-৯০ টাকা প্রতি কিলোগ্রাম ৷
৬) লখনউতে এক কিলোগ্রাম পেঁয়াজের দাম ১১০ টাকা ৷
৭) মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে পেঁয়াজের দাম ১০০ টাকা প্রতি কিলো ৷
৮) গুয়াহাটিতে পেঁয়াজে দাম ১০০-১২০ টাকা প্রতি কিলোগ্রাম ৷
৯) বেঙ্গালুরুতে এক কিলোগ্রাম পেঁয়াজের দাম ১৩৫ টাকা প্রতি কিলোগ্রাম ৷
১০) কোয়েম্বাটুরে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ১২০ টাকা প্রতি কিলো ৷
১১) গুজরাতে পেঁয়াজের দাম ১০০-১২০ টাকা প্রতি কিলো ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Market Prices Of Onion, Onion, Onion prices