এবার বাড়ির বাগানেই ফলবে লক্ষাধিক টাকার মিয়াজাকি আম!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে অল্প জায়গার মধ্যেই বসিয়ে নিতে পারেন মিয়াজাকি আম গাছের চারা।
পূর্ব বর্ধমান: মিয়াজাকি আমের চর্চা থাকে তুঙ্গে। তবে এবার আর সেই আম বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে অল্প জায়গার মধ্যেই বসিয়ে নিতে পারেন মিয়াজাকি আম গাছের চারা। নিজেই বাড়ির মধ্যে লাগাতে পারেন আম গাছ, তাও আবার খুব সহজেই। অল্প জায়গায় এই গাছ রোপণ করা সম্ভব, তাই জায়গার অভাব কোনও সমস্যাই নয়। পূর্ব বর্ধমান জেলার উপবন নামের একটি নার্সারিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি আম গাছের চারা, যা উচ্চতা ও আকারে খুব বেশি বড় হয় না। অর্থাৎ কম জায়গায় সহজেই এই গাছ বড় হতে পারে এবং একটিমাত্র গাছ থেকেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব।
শুধু খাদ্যচাহিদা পূরণ নয়, শখের বসেও বাড়ির মধ্যে বিদেশি আমের চারা লাগানো যেতে পারে। এই গাছ এতটাই ফলপ্রসূ যে ফলনের পরিমাণ দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ ঝামেলা নেই, সামান্য যত্ন নিলেই সুস্বাদু ও পুষ্টিকর আম পাওয়া সম্ভব। এই বিষয়ে নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, ছোট থেকে বড় সব ধরনের আম গাছ আমাদের কাছে রয়েছে। এখন বসালে এই মরশুমেই ফলন পাওয়া যাবে।
advertisement
advertisement
এখন ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের আম গাছের চারা পাওয়া যাচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে বর্তমানে মুকুল ও আম ধরেছে এমন চারা গাছও বিক্রির জন্য রাখা হয়েছে, অর্থাৎ এই সময় গাছ কিনলে এই মরশুমেই আমের স্বাদ উপভোগ করা সম্ভব। ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে বহু মানুষ দেশি ও বিদেশি প্রজাতির আম গাছের চারা কিনতে ভিড় জমাচ্ছেন।
advertisement
নার্সারিতে মিয়াজাকী, কাটিমন, ফোর কিলো, নিয়াম ডক মাই সহ আরও বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল বিদেশি আম গাছের চারা পাওয়া যাচ্ছে, যা দীর্ঘদিন ধরে ফলন দিতে সক্ষম। তাই আম খাওয়ার শখ মেটাতে ও স্বাস্থ্যের কথা চিন্তা করে এখনই নিজের বাড়িতে একটি আম গাছ রোপণ করতে পারেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2025 4:57 PM IST