Data Protection Law: দোকান, রেস্তোরাঁয় আর দিতে হবে না মোবাইল নম্বর! কী বলছে কেন্দ্রের নতুন আইন?

Last Updated:

সাধারণত ভবিষ্যতে বিভিন্ন অফার অথবা বিল পাঠানোর অজুহাতেই মোবাইল নম্বর চেয়ে নেওয়া হয়৷ অনিচ্ছা সত্ত্বেও অনেকে মোবাইল নম্বর দিতে বাধ্য হন৷

News18
News18
রেস্তোরাঁয় হয়তো খেতে গিয়েছেন৷ খাওয়া দাওয়ার পরই রেস্তোরাঁ থেকে আপনার মোবাইল নম্বর চেয়ে নেওয়া হল৷ কেনাকাটা করতে গিয়েও অনেকের একই অভিজ্ঞতা হয়৷ এবার মোবাইল নম্বর চেয়ে নেওয়ার এই পদ্ধতিতেই দাঁড়ি টানতে চলেছে কেন্দ্রীয় সরকার৷
কেন্দ্র নতুন যে তথ্যের সুরক্ষা আইন আনতে চলেছে, তাতে এই ভাবে মোবাইল নম্বর চেয়ে নেওয়ার পদ্ধতির উপরেই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে৷ অনেক দিন ধরেই অভিযোগ, ব্যক্তিগত মোবাইল নম্বর নিয়ে মোট অঙ্কের বিনিময়ে সেগুলি অন্যান্য সংস্থার কাছে বিক্রি করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ নতুন আইনে যা কোনও ভাবেই করা যাবে না৷ ব্যক্তিগত মোবাইল নম্বরের গোপনীয়তা রক্ষা করাই এই আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য৷
advertisement
সাধারণত ভবিষ্যতে বিভিন্ন অফার অথবা বিল পাঠানোর অজুহাতেই মোবাইল নম্বর চেয়ে নেওয়া হয়৷ অনিচ্ছা সত্ত্বেও অনেকে মোবাইল নম্বর দিতে বাধ্য হন৷ এ ভাবে মোবাইল নম্বর চেয়ে নেওয়াকেই তথ্যের সুরক্ষার পরিপন্থী হিসেবে ধরা হবে৷ বিল পাঠানোর মতো কাজের জন্য বিকল্প পদ্ধতির কথাও বলা হয়েছে৷
advertisement
নতুন আইন অনুযায়ী, কেন গ্রাহকের থেকে মোবাইল নম্বর চাওয়া হচ্ছে, কতদিন বাদে সেই মোবাইল নম্বর ডিলিট করা হবে, সেই সমস্ত তথ্যও গ্রাহককে জানাতে হবে৷ নতুন এই আইনে গোটা বিষয়টিতে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে৷
advertisement
নতুন আইনে আরও বলা হয়েছে, কোনও গ্রাহক যদি মোবাইল নম্বর না দিতে চান সেক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা দোকানদার তাঁকে কোনও পরিষেবা থেকে বঞ্চিত করতে পারবেন না৷ মোবাইল নম্বরের বদলে ই মেল আইডি-তে পাঠিয়ে অথবা হাতে লেখা বিল গ্রাহককে দিতেই হবে৷ পাশাপাশি গ্রাহকদের মোবাইল নম্বর নিয়ে সেই তথ্য অন্য কোনও সংস্থার কাছে বিক্রি করার পদ্ধতির উপরেও নিষেধাজ্ঞা জারি হতে চলেছে৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Data Protection Law: দোকান, রেস্তোরাঁয় আর দিতে হবে না মোবাইল নম্বর! কী বলছে কেন্দ্রের নতুন আইন?
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement