Mutual Fund Investment: বিনিয়োগে মুনাফা কে না চায়! এক নজরে দেখে নিন বর্তমানে বাজারের সবথেকে ভাল মিউচুয়াল ফান্ড!

Last Updated:

Mutual Fund Investment: বর্তমানে এই ফান্ডে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা ভাল রিটার্ন পেতে পারে।

#নয়াদিল্লি: কোন ফান্ডে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়া যাবে সেই বিষয়ে বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের চিন্তা থাকে। তাই কোনও ফান্ডে বিনিয়োগ করার আগে দেখে নেওয়া যাক বিশেষজ্ঞদের মতামত। আনন্দরাঠি ওয়েলথের (Anandrathi Wealth) ডেপুটি সিইও ফিরোজ আজিজ (Feroze Azeez) ৬টি ফান্ডের কথা জানিয়েছেন। বর্তমানে এই ফান্ডে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা ভাল রিটার্ন পেতে পারে।
Franklin India Bluechip Fund -
ফিরোজ আজিজ জানিয়েছেন যে, এমন ৪টি ফান্ড রয়েছে যেখানে বিনিয়োগকারীদের ২০-২০ শতাংশ টাকা লাগানো হয়ে থাকে। এমন ধরনের ৪টি ফান্ড হল Franklin India Bluechip Fund, HDFC Flexi Cap Fund, ICICI Pru Focused Eq এবং SBI Focused Eq Fund-Reg। এই ৪টি ফান্ডের প্রতিটিতেই ২০ শতাংশ করে অ্যালোকেশন সামিল রয়েছে।
advertisement
ICICI Pru US Bluechip Eq Fund -
ফিরোজ আজিজ জানিয়েছেন যে, এই ৪টি ফান্ড ছাড়াও অন্য দুই বিদেশি ফান্ড রয়েছে। এই দুটি ফান্ডে বিনিয়োগকারীরা ভারতীয় মুদ্রায় বিনিয়োগ করতে পারে এবং ডলারে রিটার্ন পেতে পারে। এর মধ্যে একটি হল Franklin India Feeder- Franklin U.S Oppor Fund। এছাড়াও আরেকটি ফান্ড হল ICICI Pru US Bluechip Eq Fund। এই দুটি ফান্ডেই ১০ শতাংশ করে অ্যালোকেশন সামিল রয়েছে।
advertisement
advertisement
PSU -
ফিরোজ আজিজ জানিয়েছেন যে, এই সকল ফান্ডের মাধ্যমে PSU ভাল করা সম্ভব। Franklin India Bluechip Fund-এর জন্য আগামী ১ বছরে প্রায় ২০.৩ শতাংশ ন্যাভের (NAV) লক্ষ্য রাখা হয়েছে। অন্য দিকে HDFC Flexi Cap Fund-এর জন্য কোম্পানির এক্সপোজার হল ৩৮ শতাংশ। এই ধরনের পলিসি পুশের কারণে এই সকল ফান্ডের PSU ভাল করার সম্ভাবনা রয়েছে।
advertisement
টপ পারফর্মার ফান্ড -
ফিরোজ আজিজ জানিয়েছেন যে, ICICI Pru US Bluechip Eq Fund-এর জন্য আগামী ১ বছরে ২২.৭৬ শতাংশ ন্যাভের (NAV) লক্ষ্য রাখা হয়েছে। SBI Focused Eq Fund-Reg-এর জন্য আগামী ১ বছরে ১৮.৩ শতাংশ ন্যাভের (NAV) লক্ষ্য রাখা হয়েছে।
Franklin U.S opportunities Fund -
Franklin U.S opportunities Fund বিগত ৩ বছরে ১৯.৩ শতাংশ রিটার্ন দিয়েছে। বিগত ৫ বছরে রিটার্ন দিয়েছে ১৭.৭ শতাংশ। ICICI Pru US Bluechip Eq Fund বিগত ৩ বছরে ১৮.৩৫ শতাংশ রিটার্ন দিয়েছে। বিগত ৫ বছরে এই ফান্ড প্রায় ১৬.৯৪ শতাংশ রিটার্ন দিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund Investment: বিনিয়োগে মুনাফা কে না চায়! এক নজরে দেখে নিন বর্তমানে বাজারের সবথেকে ভাল মিউচুয়াল ফান্ড!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement