Mother Dairy || Milk Price Hike: দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি! লিটার প্রতি নয়া দর কত? জানুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
মূল্যবৃদ্ধির বাজারে গৃহস্থকে আঁতকে দিয়ে ফের বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম। ফুল ক্রিম ও টোকেন মিল্কের দাম বাড়াল মাদার ডেয়ারি।
#নয়াদিল্লি : বেড়েই চলেছে দুধের দাম। এবার মাদার ডেয়ারির দুধ খেতে গেলে খসবে আরও বেশি টাকা। সরকারি পরিসংখ্যান বলছে,ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে লাগাম পরানো গিয়েছে। তবে দুধের দাম দেখলে তা বোঝা মুশকিল। মূল্যবৃদ্ধির বাজারে গৃহস্থকে আঁতকে দিয়ে ফের বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম। ফুল ক্রিম ও টোকেন মিল্কের দাম বাড়াল মাদার ডেয়ারি।
রবিবার দিল্লি-এনসিআর অঞ্চলে ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ১ টাকা বাড়িয়েছে মাদার ডেয়ারি। অন্যদিকে টোকেন দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে সংস্থা। সংশোধনের পরে, মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম এখন প্রতি লিটারে ৬৪ টাকা এবং টোকেন দুধের দাম প্রতি লিটার প্রতি ৪৮ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হবে। তবে, মাদার ডেয়ারির মুখপাত্র রবিবার জানিয়েছেন, ফুল ক্রিম দুধের ৫০০ মিলি প্যাকের দামে কোনও পরিবর্তন করা হবে না।
advertisement
The price of full cream milk has increased from Rs 63 per litre to Rs 64 per litre; the price of token milk increased from Rs 48 per litre to Rs 50 per litre. No revision in price of 500ml packs of full cream milk: Spokesperson, Mother Dairy pic.twitter.com/NcLBLNVyUz
— ANI (@ANI) November 20, 2022
advertisement
advertisement
প্রসঙ্গত, গত অক্টোবরেই একের পর এক সংস্থা দুধের দাম বাড়িয়েছিল। মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধে প্রতি লিটারে ২ টাকা বাড়ানোর আগে আমুলও দুধের দাম বাড়িয়েছে।
advertisement
এর আগে অগাস্টেও দুধের দাম বাড়িয়েছিল আমূল। দিল্লি-এনসিআর-এর বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা মাদার ডেয়ারি। প্যাকেট ও ভেন্ডিং মেশিনের মাধ্যমে প্রতিদিন ৩০ লক্ষ লিটারেরও বেশি দুধ বিক্রি করে। এখন মাদার ডেয়ারি আবারও দুধের দাম বাড়ায় অন্য সংস্থাগুলিও দামবৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 11:19 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mother Dairy || Milk Price Hike: দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি! লিটার প্রতি নয়া দর কত? জানুন...