Isha Ambani: লোকমত-এর বিচারে সেরা মহিলা উদ্যোগপতির সম্মান জিতলেন ঈশা আম্বানি, উৎসর্গ করলেন পরিবারকে

Last Updated:

রিলায়েন্স রিটেলের ব্যবসাকে আরও বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় ঈশা আম্বানিকে৷

ঈশা আম্বানি৷
ঈশা আম্বানি৷
মুম্বাই: মরাঠি সংবাদমাধ্যম লোকমত-এর বিচারে ভারতের সেরা মহিলা উদ্যোগপতির শিরোপা জিতলেন রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের ডিরেক্টর ঈশা আম্বানি৷ এই সম্মান নিজের পরিবারকে উৎরসর্গ করেছেন ঈশা৷
তিনি বলেন, ‘এই সম্মানের জন্য লোকমত-কে ধন্যবাদ জানাই৷ মহারাষ্ট্রের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে লোকমত৷ কয়েক দশক ধরে আমাদের সমাজকে সঠিক পথে আলোকিত করার দায়িত্ব পালন করে এসেছে লোকমত৷’
ঈশা আরও বলেন, ‘আমি আজ সত্যিই সম্মানিত৷ কারণ এই স্বীকৃতি আমার কাছে আরও গুরুত্বপূর্ণ কারণ আমি আমার মা নীতা মুকেশ আম্বানিকে নিজের রোল মডেল হিসেবে দেখি৷ তাঁর থেকে অনুপ্রেরণা পাই৷ তিনি ২০১৬ সালে এই সম্মান পেয়েছিলেন৷ আমাদের পরিবারের কাছে মহারাষ্ট্র নিজেদের বাড়ির থেকেও বেশি৷ কারণ এটা আমাদের কর্মভূমি৷’
advertisement
advertisement
রিলায়েন্স রিটেলের ব্যবসাকে আরও বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় ঈশা আম্বানিকে৷ তাঁর হাত ধরেই ডিজিটাল মাধ্যমেও ব্যবসা শুরু করেছে রিলায়েন্স রিটেল৷ আজিও এবং টিরা-র মতো নামে ই-কমার্স ক্ষেত্রে পা রেখে রিলায়েন্স রিটেল৷
advertisement
রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, রিলায়েন্স ফাউন্ডেশন-এ ঈশা বোর্ড সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি এক্সিকিউটিভ লিডারশিপ টিমেরও অংশ৷ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি এবং সাউথ এশিয়ান স্টাডিজের স্নাতক ঈশার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও এমবিএ ডিগ্রি রয়েছে৷ ২০২৩ সালে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডসে ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোগপতির সম্মান পেয়েছিলেন ঈশা৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Isha Ambani: লোকমত-এর বিচারে সেরা মহিলা উদ্যোগপতির সম্মান জিতলেন ঈশা আম্বানি, উৎসর্গ করলেন পরিবারকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement