Isha Ambani: লোকমত-এর বিচারে সেরা মহিলা উদ্যোগপতির সম্মান জিতলেন ঈশা আম্বানি, উৎসর্গ করলেন পরিবারকে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রিলায়েন্স রিটেলের ব্যবসাকে আরও বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় ঈশা আম্বানিকে৷
মুম্বাই: মরাঠি সংবাদমাধ্যম লোকমত-এর বিচারে ভারতের সেরা মহিলা উদ্যোগপতির শিরোপা জিতলেন রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের ডিরেক্টর ঈশা আম্বানি৷ এই সম্মান নিজের পরিবারকে উৎরসর্গ করেছেন ঈশা৷
তিনি বলেন, ‘এই সম্মানের জন্য লোকমত-কে ধন্যবাদ জানাই৷ মহারাষ্ট্রের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে লোকমত৷ কয়েক দশক ধরে আমাদের সমাজকে সঠিক পথে আলোকিত করার দায়িত্ব পালন করে এসেছে লোকমত৷’
ঈশা আরও বলেন, ‘আমি আজ সত্যিই সম্মানিত৷ কারণ এই স্বীকৃতি আমার কাছে আরও গুরুত্বপূর্ণ কারণ আমি আমার মা নীতা মুকেশ আম্বানিকে নিজের রোল মডেল হিসেবে দেখি৷ তাঁর থেকে অনুপ্রেরণা পাই৷ তিনি ২০১৬ সালে এই সম্মান পেয়েছিলেন৷ আমাদের পরিবারের কাছে মহারাষ্ট্র নিজেদের বাড়ির থেকেও বেশি৷ কারণ এটা আমাদের কর্মভূমি৷’
advertisement
advertisement
রিলায়েন্স রিটেলের ব্যবসাকে আরও বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় ঈশা আম্বানিকে৷ তাঁর হাত ধরেই ডিজিটাল মাধ্যমেও ব্যবসা শুরু করেছে রিলায়েন্স রিটেল৷ আজিও এবং টিরা-র মতো নামে ই-কমার্স ক্ষেত্রে পা রেখে রিলায়েন্স রিটেল৷
advertisement
রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, রিলায়েন্স ফাউন্ডেশন-এ ঈশা বোর্ড সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি এক্সিকিউটিভ লিডারশিপ টিমেরও অংশ৷ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি এবং সাউথ এশিয়ান স্টাডিজের স্নাতক ঈশার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও এমবিএ ডিগ্রি রয়েছে৷ ২০২৩ সালে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডসে ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোগপতির সম্মান পেয়েছিলেন ঈশা৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2024 10:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Isha Ambani: লোকমত-এর বিচারে সেরা মহিলা উদ্যোগপতির সম্মান জিতলেন ঈশা আম্বানি, উৎসর্গ করলেন পরিবারকে