দেশের ডেটায় শুধুমাত্র ভারতীয়দেরই নিয়ন্ত্রণ থাকা উচিৎ, কোনও বিদেশির নয়: মুকেশ আম্বানি
Last Updated:
#মুম্বই: দেশে ডেটা বিপ্লব এনেছে তাঁর সংস্থাই ৷ জিও আসার পর দেশে শুরু হয়েছে ‘ডেটাগিরি’ ৷ বাকী সব টেলিকম সংস্থারাই পিছিয়ে পড়েছে জিও-র কাছে ৷ সে অফারের ক্ষেত্রেই হোক বা ৪জি ডেটা স্পিড ৷ মাত্র কয়েকবছরের মধ্যেই দেশের টেলিকম ব্যবসায় ভালমতোই জাঁকিয়ে বসেছে রিলায়েন্স জিও ৷
তবে এই ডেটাগিরির প্রতিযোগিতায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আরও একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন ৷ সেটা হল এই ডেটা পেট্রোলের মতোই একটা সম্পদ ৷ তাই ভারতের ডেটা ভারতীয়দের কাছে একটা বিরাট সম্পদ ৷ এই ডেটার উপর নিয়ন্ত্রণ যেন ভারতীয়দের হাতেই থাকে ৷ কোনও বিদেশি কর্পোরেট সংস্থার হাতে যেন কখনই দেশের ডেটার নিয়ন্ত্রণ না থাকে ৷ একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের আয়োজিত একটি অনুষ্ঠানে বুধবার এমনটাই জানান মুকেশ আম্বানি ৷ তিনি আরও জানান, ‘‘ জিও দেশের প্রত্যেককে সব জায়গায় একসঙ্গে কানেক্ট করার লক্ষ্যে ব্যবসায় নেমেছে ৷ দেশে ডিজিটাল ব্যবস্থায় নতুন গতি এনেছে জিও-র কানেক্টিভিটি ৷ ’’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2018 1:21 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দেশের ডেটায় শুধুমাত্র ভারতীয়দেরই নিয়ন্ত্রণ থাকা উচিৎ, কোনও বিদেশির নয়: মুকেশ আম্বানি