একদিনে আয় ৪৭ লক্ষ টাকা! যাত্রীদের ভুলেই মালামাল রেল
- Published by:Dolon Chattopadhyay
- local18
Last Updated:
ইদানীং এই বিষযে খুবই কড়াকড়ি শুরু হয়েছে রেলে। ভারতীয় রেলের নানা বিভাগেই চলছে নজরদারি।
কলকাতা: সামান্য ভুল, আর তারই মাশুল গুণতে হতে পারে যেকোনও সাধারণ মানুষকে। যদিও সেই মাশুল থেকেই লাভের কড়ি গুণে নিতে পারবে অন্যপক্ষ। ঠিক এমনটাই ঘটেছে ভারতীয় রেলের ক্ষেত্রে। সাধারণ যাত্রীদের সামান্য ভুল থেকেই লাভ করছেন রেল কর্তৃপক্ষ। অন্তত তেমনটাই জানান হয়েছে খোদ ভারতীয় রেলের পক্ষ থেকে।
কেমন ভুল!
টিকিট না কাটার ভুল। বিনা টিকিটে রেল যাত্রা করার ভুল।
ইদানীং এই বিষযে খুবই কড়াকড়ি শুরু হয়েছে রেলে। ভারতীয় রেলের নানা বিভাগেই চলছে নজরদারি। বিনা টিকিটে ট্রেনে উঠে পড়া যাত্রীদের উপর কড়া নজর রাখছে পূর্ব-মধ্য রেলওয়েও।
advertisement
সম্প্রতি বিহারের সমস্তিপুর শাখায় বিশেষ অভিযান চালানো হয়। যেমন তেমন অভিযান নয়। একটানা ১৬ ঘণ্টার ধরে চলা দুর্ধর্ষ মহামেগা টিকিট চেকিং অভিযান চালানো হয়েছে ওই এলাকায়। আর তাতেই ধরা পড়েছেন অসংখ্যা বিনা টিকিটের যাত্রী, এমনই দাবি রেলের।
advertisement
জানা গিয়েছে, ওই অভিযানে মোট ১৫৮ জন টিকিট পরীক্ষক কর্মীকে কাজে লাগানো হয়েছিল। বিভিন্ন স্টেশনে এবং চলন্ত ট্রেনে টিকিট পরীক্ষা করার জন্য। মহামেগা টিকিট চেকিং অভিযানে, টিকিট পরীক্ষকরা ট্রেন ও স্টেশন থেকে বিনা টিকিটের মোট ৫৯০৩ জন যাত্রীকে ধরা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
জানা গিয়েছে, টিকিট চেকিং অভিযান চালানো হয়েছিল মূলত সমস্তিপুর, দরভাঙা, সহরসা, রাক্সৌল, নারকাটিয়াগঞ্জ, বাপুধাম, মতিহারী, জয়নগর, সীতামারী-সহ একাধিক স্টেশনে। অভিযান চলার সময় রেলের টিকিট পরীক্ষকরা ট্রেন ও স্টেশনের বিভিন্ন স্থানে বিনা টিকিটের যাত্রীদের উপর নজর রাখেন। ১৬ ঘন্টার এই মহামেগা টিকিট চেকিং অভিযানে মোট ৫৯০৩ জন টিকিট বা অন্য যথাযথ কারণ ছাড়া ট্রেনে ভ্রমণ বা স্টেশনে থাকা সময় ধরা পড়েছেন। এঁদের প্রত্যেককে জরিমানা করা হয়েছে। আর তার ফলেই রেলের আয় হয়েছে, ৪৭ লাখ ৬৪ হাজার ৩১৫ টাকা
advertisement
পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার বলেন, ‘বিনা টিকিটের যাত্রীদের কারণে অনেক সময়ই সাধারণ যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই ব্যাপক অভিযান চালানো হয়।’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 7:16 PM IST

