গুরুত্বপূর্ণ ঘোষনা করলেন RBI গর্ভনর, সাধারণ মানুষের উপর পড়বে সরাসরি প্রভাব....

Last Updated:

সাংবাদিক বৈঠকের সময় আরবিআই গর্ভনর একাধিক ঘোষণা করেছে ৷ এবার থেকে দেশজুড়ে RTGS পরিষেবা ২৪ ঘণ্টার জন্য পাওয়া যাবে ৷

#নয়াদিল্লি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবছরের তাদেন অন্তিম পলিসির ঘোষমা করে দিল ৷ সুদের হারে কোনও বদল করা হয়নি ৷ কিন্তু সাংবাদিক বৈঠকের সময় আরবিআই গর্ভনর একাধিক ঘোষণা করেছে ৷ এবার থেকে দেশজুড়ে RTGS পরিষেবা ২৪ ঘণ্টার জন্য পাওয়া যাবে ৷ এর মাধ্যমে সুরক্ষিত ডিজিটাল ট্রানজাকশন করা যাবে ৷ কন্ট্যাক্টলেস লেনদেনের জন্য লিমিট ২০০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে ৷ এটা পয়লা জানুয়ারি থেকে লাগু করা হবে ৷
১) দেশের আর্থিক গ্রোথ চাঙ্গা হওয়ার অনুমান- RBI-এর গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন করোনা সঙ্কট থেকে দেশের অর্থব্যবস্থা অনেকটাই কাটিয়ে উঠেছে ৷ আগামী ত্রৈমাসিকে দেশের জিডিপি গ্রোথ নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আগামী ত্রৈমাসিকে জিডিপি আনুমানিক ০.১০ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে৷
২) মূল্যবৃদ্ধির উপর লাগাম লাগতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ কনজিউমার প্রাইস ইনডেক্স আগামী দিনে চাপে থাকবে ৷ সবজি ও ডালের দামের উপরও নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে ৷ এর জেরে তৃতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফিতির হার ৬.৮ শতাংশ ও চতুর্থ ত্রৈমাসিকে ৫.৪ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
৩) করোনা সঙ্কটের মধ্যে সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ দেশের জিডিপি গ্রোথ বজায় রাখার জন্য সরকারের তরফে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে ৷
৪) গ্রামীণ ব্যাঙ্ক নিয়ে আরবিআই-এর বড় ঘোষণা - গ্রামীণ ব্যাঙ্কগুলিকে এলএএফ ও এমএএফ এর সুবিধা দিচ্ছে ৷ ১৯৭৬ সালে আরবিআই নিয়মে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক গঠন করা হয়েছিল ৷ এর মূল উদ্দেশ্য ছিল ছোট কৃষকদের, কৃষি শ্রমিকদের, গ্রামীণ এলাকায় ব্যবসায়ীদের লোন দেওয়া থেকে অন্যান্য সুবিধা দেওয়ার জন্য ৷ ২০১৫ সালে এই নিয়ম সংশোধন করা হয় ৷
advertisement
৫) ব্যাঙ্কগুলিকে এবছর দিতে হবে না ডিভিডেন্ড ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গুরুত্বপূর্ণ ঘোষনা করলেন RBI গর্ভনর, সাধারণ মানুষের উপর পড়বে সরাসরি প্রভাব....
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement