Mango Cultivation: সারাবছর মিলবে রসালো সুস্বাদু আম, শুধু মেনে চলুন সহজ কিছু নিয়ম

Last Updated:

Mango Cultivation:  জুলাইয়ের এই সময় সাধারণত আমের শেষের মরশুম। আর এই সময় একই গাছে আমের মুকুল, আমের গুটি ও পরিপক্ক আমের দেখা মিলছে। এর এভাবেই একেরপর এক ধাপে ধাপে সারাবছরই আম পাওয়া যাবে। 

+
একটি

একটি গাছে একই সময়ে আমের মুকুল, গুটি  ও পরিপক্ক আম পান

বসিরহাট: একটি গাছের শুধুমাত্র সারা বছর আম নয়। আম গাছে একটি সময়ই দেখা মিলবে আমের মুকুল, ছোট গুটি আম আবার পরিপক্ক আমও। তবে চাইলে আপনি মুকুল ছেঁটে দিয়ে নিজের ইচ্ছামত সময়ও আম নিতে পারবেন। কথা হচ্ছে কাটিমন আম নিয়ে। আম গাছের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লম্বা একটি গাছ। তবে এই প্রজাতির আম গাছে ছোট থেকেই আমের ফলন পাওয়া যায়।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের একটি উদ্যানে শোভা পাচ্ছে এই আম গাছের। যা কাটিমন আম হিসেবে পরিচিত। এই গাছ প্রচলিত আম গাছের তুলনায় উচ্চতায় অনেক অল্প বয়স থেকেই ফলন শুরু হয়, পাশাপাশি ফলনও বেশি হয়। তবে আপনি বাড়ির বাগানের শোভা বৃদ্ধির পাশাপাশি অল্প সময়ে অধিক আম পেতে এই আম গাছের চারা চাষ করতে পারেন।
advertisement
advertisement
জুলাইয়ের এই সময় সাধারণত আমের শেষের মরশুম। আর এই সময় একই গাছে আমের মুকুল, আমের গুটি ও পরিপক্ক আমের দেখা মিলছে।আর এভাবেই একের পর এক ধাপে ধাপে সারাবছরই আম পাওয়া যাবে। আবার আপনি চাইলে আমের মুকুট কেটে দিয়ে আমের ফলন পিছিয়ে আপনার সময় মত নিয়ন্ত্রণ করতে পারবেন।
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের এক উদ্যোক্তা শিক্ষামূলক ভাবে এই আম গাছের চাষ করে ভালফলন পাওয়ায় এবার চারাগাছ তৈরি করে বিক্রিও করছেন। প্রতিটি চারাগাছ ৩০-৪০ টাকা হিসাবে বিক্রি করছেন। আর এভাবেই ক্রমশ এই প্রজাতির আম গাছের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mango Cultivation: সারাবছর মিলবে রসালো সুস্বাদু আম, শুধু মেনে চলুন সহজ কিছু নিয়ম
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement