নতুন বছরেই আশঙ্কার সিঁদুরে মেঘ! ফের বাড়ল প্রাকৃতিক গ্যাসের দাম!

Last Updated:

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে আইজিএল-এর দেওয়া তথ্যে বলা হয়েছে যে খরচ বৃদ্ধির কারণে সংস্থার তরফে দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

#নয়াদিল্লি : নতুন বছরের শুরুতেই সিঁদুরে মেঘ জমছে ভারতের আকাশে। তবে কি আরও বাড়তে চলেছে প্রাকৃতিক গ্যাসের দাম!
আশঙ্কা বাড়িয়ে চলতি সপ্তাহের মাঝ পথে গুজরাত গ্যাস সিএনজি এবং পিএনজির দাম বাড়িয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ৫ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। যদিও একই সময়ে, গুজরাত গ্যাস ইন্ডাস্ট্রি গ্যাসের দাম ৭ টাকা প্রতি এসসিএম কমিয়েছে। সূত্রের খবর তার পরেই শেয়ার বাজারে ওই সংস্থার দরপতন হয়েছে।
advertisement
advertisement
সূত্রের খবর, ২০২২ ডিসেম্বরের শেষ সপ্তাহে, দিল্লিতে এক কেজি সিএনজি-র দাম ৭৯.৫৬ টাকা হয়েছে। নতুন এই দর কার্যকর হয়েছে গত ১৭ ডিসেম্বর থেকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে আইজিএল-এর দেওয়া তথ্যে বলা হয়েছে যে খরচ বৃদ্ধির কারণে সংস্থার তরফে দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে।
advertisement
গুজরাত গ্যাস-এর শেয়ার ক্ষমতা-
এক সপ্তাহে এই শেয়ারটি ২ শতাংশ বৃদ্ধি পেয়ছে। গত এক মাসে স্টক কমেছে ৬ শতাংশ। এক বছরে স্টক ২৫ শতাংশ কমেছে। একই সঙ্গে তিন বছরে স্টকটি একশো ভাগ রিটার্ন দিয়েছে।
এই প্রেক্ষিতে সিএনজি ও পিএনজি-র ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। গত এক বছরে পিএনজি ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
advertisement
অন্য দিকে, গত এক বছরে সিএনজি-র দাম বেড়েছে ৫৭ শতাংশের বেশি। এই নিয়ে এক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির তরফে সুপারিশের খসড়া তৈরি করা হয়েছে। তবে এসবই সুপারিশ স্তরে রয়েছে। সেই সব সুপারিশ কবে বাস্তবায়িত হবে, তার জন্য অপেক্ষা করতে হবে।
প্রাকৃতিক গ্যাসের দাম কী ভাবে নির্ধারিত হয়?
চারটি বৈশ্বিক বেঞ্চমার্কের ভিত্তিতে প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে আমেরিকার হেনরি হাব, কানাডার আলবার্টা গ্যাস, যুক্তরাজ্যের এনবিপি এবং রাশিয়ার রাশিয়ান গ্যাস বেস।
advertisement
গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন বছরেই আশঙ্কার সিঁদুরে মেঘ! ফের বাড়ল প্রাকৃতিক গ্যাসের দাম!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement