বিরাট খবর! এক ধাক্কায় কমে গেল ওষুধের দাম... কত শতাংশ কমল জানেন? অবাক হবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সোমবার থেকেই দেশে কার্যকর হচ্ছে নয়া জিএসটি নীতি। এর জেরে বহু জিনিসের দাম কমছে। বাড়ছে কিছু জিনিসের। এক ধাক্কায় ওষুধের দাম অনেকটাই কমায় খুশি ক্রেতা বিক্রেতরাও।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: সোমবার থেকে দেশ জুড়ে লাগু হল জিএসটি ২.০। ইটানগর থেকে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ সোমবার থেকেই দেশে কার্যকর হচ্ছে নয়া জিএসটি নীতি। এর জেরে বহু জিনিসের দাম কমছে। বাড়ছে কিছু জিনিসের। এক ধাক্কায় ওষুধের দাম অনেকটাই কমায় খুশি ক্রেতা বিক্রেতরাও।
সোমবার থেকেই কমলো ওষুধের দাম। কোনও কোনও ওষুধের ক্ষেত্রে ১২ শতাংশ থেকে ৫ শতাংশ, কোথাও ১৮ শতাংশ থেকে ১২ শতাংশ হারে কমেছে দাম। অনেক ক্ষেত্রেই যারা গোটা মাসের ওষুধ কেনেন একসঙ্গে, তাঁরা বড় অঙ্কের সুবিধা পাচ্ছেন। এতে খুশি হয়েছেন ক্রেতারা। তবে অনেকেই আবার জিএসটির কমলেও মধ্যবিত্তের বিশেষ কিছু লাভ হবে না দাবি করেছেন। কারণ ওষুধ কোম্পানিগুলো ওষুধের দাম বাড়িয়ে চলেছেন নিত্য নৈমিত্তিক হারে।
advertisement
advertisement
বর্তমানে GST-র আওতায় চারটি কর কাঠামো বা ট্যাক্স স্ল্যাব রয়েছে: ১) ৫% GST হারের স্ল্যাব, ২) ১২% GST হারের স্ল্যাব, ৩) ১৮% GST হারের স্ল্যাব এবং ৪) ২৮% GST হারের স্ল্যাব। আজ, সোমবার থেকেই এই নতুন হারে জিএসটি চালু হয়েছে। দুধ, দই এবং পনির—নতুন জিএসটি কাঠামো অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু জিনিসকে জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাটারমিল্ক, শাকসবজি, ফলমূল, রুটি, প্যাকেটজাত খাদ্যশস্য।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 2:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিরাট খবর! এক ধাক্কায় কমে গেল ওষুধের দাম... কত শতাংশ কমল জানেন? অবাক হবেন