অক্ষয় তৃতীয়ার দ্বিতীয় দিনে সোনা ও রুপোর দামে বিপুল পতন দেখা গেল ৷ সোনার দাম একবার ফের ৫০ হাজার টাকার আসপাশে চলে এসেছে ৷ অন্যদিকে, রুপোর দাম ৬২ হাজার টাকার আসপাশে ব্যবসা করছে ৷
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বুধবার সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ১৬৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫০,৬৪৩ টাকা হয়েছে ৷ গত কয়েকদিনে সোনার দামে লাগাতার পতন দেখা গিয়েছিল ৷ গত মাসে ৫৫ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সোনার দাম ৷ এখন ৫০ হাজার টাকার আসপাশে রয়েছে সোনার দাম ৷
এমসিএক্সে সোনার সঙ্গে রুপোর দামে বড় পতন দেখা গিয়েছে ৷ এদিন রুপো ৩৩১ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৬২,১৫১ টাকা হয়ে গিয়েছে ৷ গত মাসে অবশ্য রুপোর দাম প্রায় ৭২ হাজার টাকা হয়ে গিয়েছিল, যা ১০ হাজার টাকা কমে ৬২ হাজার টাকার আসপাশে চলে এসেছে ৷
বিশ্ব বাজারে সোনা-রুপোর দাম- বিশ্ব বাজারেও দাম কমেছে সোনা ও রুপোর ৷ গ্লোবাল মার্কেটে সোনার দাম ০.২১ শতাংশ কমে প্রকি আউন্সে ১৮৬৪.৭৬ ডলার হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.২২ শতাংশ কমে প্রতি আউন্সে ২২.৫৫ ডলার হয়েছে ৷ গত মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সে ২০০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ রুপো বিক্রি হচ্ছিল প্রতি আউন্সে ২৬ ডলার হিসেবে ৷
Published by:Dolon Chattopadhyay
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।