১ থেকে ১০০ টাকার এই নোট বা পুরনো কয়েন থাকলে পেয়ে যাবেন ১.৫ লক্ষ টাকা

Last Updated:

আপনার কাছে এই নোট বা কয়েন থাকলে এর জন্য বিপুল টাকা পেতে পারেন ৷

#নয়াদিল্লি: আপনারকয়েন কাছে পুরনো কয়েন (Old Coins) বা পুরনো নোট (Old currency note) থাকলে সেগুলি অনলাইনে বিক্রি করে বিপুল টাকা আয় করতে পারবেন ৷ বর্তমানে ১ ও ২ টাকার পুরনো বিরল কয়েন ও ১, ২ ও ৫ টাকার পুরনো নোটের বাজারে বেশ চাহিদা রয়েছে ৷ এই কয়েন ও নোট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা সহজেই চলে আসতে পারে আপনার পকেটে ৷ Numismatists ও নোটাফিলিস্ট পুরনো নোট ও কয়েনের খোঁজে থাকেন ৷ আপনার কাছে এই নোট বা কয়েন থাকলে এর জন্য বিপুল টাকা পেতে পারেন ৷
>> আপনার কাছে কী মাতা বৈষ্ণব দেবীর (Mata Vaishno Devi) ৫ ও ১০ টাকার কয়েন রয়েছে ? এই কয়েনের বাজারে বিশাল চাহিদা রয়েছে ৷ এবং এর জন্য লক্ষ লক্ষ টাকা দিতে রাজি অনেকেই ৷
>>১০০ টাকার নোটের বদলে আপনি পেয়ে যেতে পারেন ১৯৯৯ টাকা ৷ নোটটি ০০০৭৮৬ সিরিজের হতে হবে ৷ এবং নোটে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর ডি সুব্বারাও-এর স্বাক্ষর থাকতে হবে ৷
advertisement
advertisement
>> ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর সিডি দেশমুখের স্বাক্ষরিত ১৯৪৩ এ ব্রিটিস শাসনের সময় জারি করা ১০ টাকার নোট কয়েন বাজারে বিক্রি করে ভাল টাকা আয় করতে পারবেন ৷ নোটের একদিকে অশোক স্তম্ভ ও দ্বিতীয় দিকে একটি নৌকার ছবি রয়েছে ৷ নোটের পিছনে ইংরেজিতে ১০ টাকা লেখা থাকতে হবে ৷ এই নোটের জন্য ২৫০০০ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন ৷
advertisement
>> ১৮৬২ সালের ক্যুইন ভিক্টোরিয়ার কয়েনের Quikr এ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে ৷
এই ধরনের পুরনো নোট ও কয়েন CoinBazar, Indiamart ও Quikr এর মতো ওয়েবসাইটে বিক্রি করা যেতে পারে ৷ CoinBazzar.com এ কয়েন বিক্রির জন্য সবচেয়ে প্রথমে রেজিস্টার করতে হবে ৷ এখানে নিজের সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ এরপর নোট বা কয়েন সংক্রান্ত বিস্তারিত বিবরণ দিতে হবে ৷ আপনি কত টাকায় বিক্রি করতে চাইছেন সেটা জানাতে হবে ৷ এরপর ইচ্ছুক ব্যক্তি সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে ৷ কয়েন বাজার ২৩ মার্চ ২০১৫ সালে লাইভ হয় এবং ২০২০ সালে একটি প্রাইভেট লিমিটেড সংস্থা হয়ে ওঠে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ থেকে ১০০ টাকার এই নোট বা পুরনো কয়েন থাকলে পেয়ে যাবেন ১.৫ লক্ষ টাকা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement