করোনা পরিস্থিতির মধ্যে যেতে হবে না ব্যাঙ্ক, SBI এটিএম থেকে মিলবে বিনামূল্যে ১০টি পরিষেবা

Last Updated:

দেখে নিন কোন কোন কাজ নিকটবর্তী এটিএমে গিয়ে ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন৷

#নয়াদিল্লি: ব্যাঙ্কের একাধিক গুরুত্বপূর্ণ কাজ এবার আপনি নিকটবর্তী এটিএম থেকে করতে পারবেন ৷ করোনা পরিস্থিতির মধ্যে যেতে হবে না ব্যাঙ্ক ৷ সাধারণত ব্যাঙ্কের এটিএম টাকা তোলা বা ব্যালেন্স চেক করার জন্য বেশির ভাগ মানুষ ব্যবহার করে থাকেন ৷ কিন্তু আপনি কী জানেন এছাড়াও এটিএমে একাধিক পরিষেবার সুবিধা নিতে পারবেন আপনিও ৷
আগে যেখানে ব্যাঙ্কে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হত এখন এটিএমে গিয়ে কয়েক মিনিটের মধ্যে সেই কাজ সেরে ফেলতে পারবেন ৷ ব্যাঙ্কের এফডি থেকে ট্যাক্স ডিপোজিট একাধিক কাজ ব্যাঙ্কের এটিএমে গিয়ে করতে পারবেন ৷ দেখে নিন কোন কোন কাজ নিকটবর্তী এটিএমে গিয়ে ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন৷
advertisement
১) কর জমা দেওয়া - এবার এটিএম কার্ডের মাধ্যমে আয়কর দিতে পারবেন আপনি ৷ এতদিন পর্যন্ত আয়কর বিভাগের ওয়েবসাইট বা থার্ড পার্টির ওয়েবসাইটে গিয়ে আয়কর দেওয়া যেত ৷ কিন্তু এখন এই সুবিধা এটিএমে মিলবে ৷ অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্টের পর যে ট্যাক্স দিতে হয় সেটা এটিএম এর মাধ্যমে দিতে পারবেন ৷ তবে এর আগে ওয়েবসাইট বা ব্রাঞ্চে নিজেকে রেজিস্টার করতে হবে ৷ এরপরই এটিএম-এর মাধ্যমে ট্যাক্স দিতে পারবেন ৷ অ্যাকাউন্ট থেকে টাকা কাটার পর CIN নম্বর জারি করা হবে ৷ ট্যাক্স জমা হওয়ার ২৪ ঘণ্টা পরে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে CIN এর মাধ্যমে চালান প্রিন্ট করতে পারবেন ৷
advertisement
advertisement
২) এফডি করতে পারবেন- এটিএমের মাধ্যমে এবার এফডি শুরু করতে পারবেন সহজেই ৷ এখনও পর্যন্ত এফডি কেবল ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে করা সম্ভব ছিল ৷ কিন্তু এখন এটিএম মেশিনের স্ক্রিনে এফডির অপশন থাকবে ৷ অপশন সিলেক্ট করতেই আপনার এফডি খুলে যাবে ৷ কত দিনের এবং কত টাকার এফডি-সেই সমস্ত অপশনও স্ক্রিনে মিলবে ৷ সিলেক্ট করে কনফার্ম করতেই খুলে যাবে আপনার এফডি ৷
advertisement
৩) পলিসির প্রিমিয়াম- এটিএম থেকে ইনস্যুরেন্স পলিসি জমা দিতে পারবেন ৷ LIC, HDFC লাইফ ও SBI লাইফের বিমার টাকা এখান থেকে দিতে পারবেন ৷ আপাতত এই তিন সংস্থার ক্ষেত্রে মিলছে সুবিধা ৷ বিল পে সেকশনে গিয়ে বিমা সংস্থার নাম সিলেক্ট করতে হবে ৷ পলিসি নম্বর ও আপনার সম্বন্ধে তথ্য যেমন জন্মদিন, মোবাইল নম্বর এন্টার করুন ৷ প্রিমিয়ামের টাকার অঙ্ক দিয়ে কনফার্ম করলেই পলিসির প্রিমিয়াম জমা পড়ে যাবে ৷
advertisement
৪) সহজেই মিলবে লোন - পার্সোনাল লোনের জন্য এটিএম থেকে আবেদন জানাতে পারবেন ৷ এর জন্য ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই ৷ একাধিক বেসরকারি ব্যাঙ্ক গ্রাহকদের এটিএমের মাধ্যমে প্রি অ্যাপ্রুভড পার্সোনাল লোন দিচ্ছে ৷
৫) ক্যাশ ট্রান্সফার- এটিএমের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ক্যাশ ট্রান্সফার করতে পারবেন ৷ এর জন্য অনলাইন বা ব্রাঞ্চে সেই অ্যাকাউন্টটি রেজিস্টার করাতে হবে যেখানে টাকা ট্রান্সফার করতে হবে ৷ এটিএম থেকে একবারে ৪০,০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন ৷
advertisement
৬) ক্যাশ ডিপোজিটের সুবিধা- দেশের প্রায় সমস্ত ব্যাঙ্ক তাদের এটিএম মেশিনের সঙ্গে ক্যাশ ডিপোজিট মেশিনও লাগানো রয়েছে ৷ এর মাধ্যমে ক্যাশ ডিপোজিটের সুবিধা মিলবে ৷ একবারে মেশিনের মাধ্যমে ৪৯,৯০০ টাকা জমা করতে পারবেন ৷ মেশিনে ২০০০, ৫০০, ১০০ ও ৫০ টাকার নোট জমা করা যেতে পারে৷
৭) বিল দেওয়ার সুবিধা- টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য একাধিক বিল এটিএমের মাধ্যমে দেওয়া যেতে পারে সহজেই ৷ এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে আগে নিজেকে রেজিস্টার করাতে হবে ৷
advertisement
৮) মোবাইল রিচার্জ - এটিএম থেকে প্রিপেড মোবাইল রিচার্জ করাতে পারবেন ৷
৯) টাকা দান করতে পারবেন- মন্দির বা চ্যারিটিতে এটিএমের মাধ্যমে দান দিতে পারবেন ৷
১০) চেক বুকের আবেদন- এটিএম থেকে চেক বুকের জন্য আবেদন জানাতে পারবেন ৷ এরপর আপনার রেজিস্টার্ড ঠিকানায় চেক বুক চলে আসবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
করোনা পরিস্থিতির মধ্যে যেতে হবে না ব্যাঙ্ক, SBI এটিএম থেকে মিলবে বিনামূল্যে ১০টি পরিষেবা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement