#নয়াদিল্লি: ব্যাঙ্কের একাধিক গুরুত্বপূর্ণ কাজ এবার আপনি নিকটবর্তী এটিএম থেকে করতে পারবেন ৷ করোনা পরিস্থিতির মধ্যে যেতে হবে না ব্যাঙ্ক ৷ সাধারণত ব্যাঙ্কের এটিএম টাকা তোলা বা ব্যালেন্স চেক করার জন্য বেশির ভাগ মানুষ ব্যবহার করে থাকেন ৷ কিন্তু আপনি কী জানেন এছাড়াও এটিএমে একাধিক পরিষেবার সুবিধা নিতে পারবেন আপনিও ৷
আগে যেখানে ব্যাঙ্কে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হত এখন এটিএমে গিয়ে কয়েক মিনিটের মধ্যে সেই কাজ সেরে ফেলতে পারবেন ৷ ব্যাঙ্কের এফডি থেকে ট্যাক্স ডিপোজিট একাধিক কাজ ব্যাঙ্কের এটিএমে গিয়ে করতে পারবেন ৷ দেখে নিন কোন কোন কাজ নিকটবর্তী এটিএমে গিয়ে ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন৷
১) কর জমা দেওয়া - এবার এটিএম কার্ডের মাধ্যমে আয়কর দিতে পারবেন আপনি ৷ এতদিন পর্যন্ত আয়কর বিভাগের ওয়েবসাইট বা থার্ড পার্টির ওয়েবসাইটে গিয়ে আয়কর দেওয়া যেত ৷ কিন্তু এখন এই সুবিধা এটিএমে মিলবে ৷ অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্টের পর যে ট্যাক্স দিতে হয় সেটা এটিএম এর মাধ্যমে দিতে পারবেন ৷ তবে এর আগে ওয়েবসাইট বা ব্রাঞ্চে নিজেকে রেজিস্টার করতে হবে ৷ এরপরই এটিএম-এর মাধ্যমে ট্যাক্স দিতে পারবেন ৷ অ্যাকাউন্ট থেকে টাকা কাটার পর CIN নম্বর জারি করা হবে ৷ ট্যাক্স জমা হওয়ার ২৪ ঘণ্টা পরে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে CIN এর মাধ্যমে চালান প্রিন্ট করতে পারবেন ৷
২) এফডি করতে পারবেন- এটিএমের মাধ্যমে এবার এফডি শুরু করতে পারবেন সহজেই ৷ এখনও পর্যন্ত এফডি কেবল ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে করা সম্ভব ছিল ৷ কিন্তু এখন এটিএম মেশিনের স্ক্রিনে এফডির অপশন থাকবে ৷ অপশন সিলেক্ট করতেই আপনার এফডি খুলে যাবে ৷ কত দিনের এবং কত টাকার এফডি-সেই সমস্ত অপশনও স্ক্রিনে মিলবে ৷ সিলেক্ট করে কনফার্ম করতেই খুলে যাবে আপনার এফডি ৷
৩) পলিসির প্রিমিয়াম- এটিএম থেকে ইনস্যুরেন্স পলিসি জমা দিতে পারবেন ৷ LIC, HDFC লাইফ ও SBI লাইফের বিমার টাকা এখান থেকে দিতে পারবেন ৷ আপাতত এই তিন সংস্থার ক্ষেত্রে মিলছে সুবিধা ৷ বিল পে সেকশনে গিয়ে বিমা সংস্থার নাম সিলেক্ট করতে হবে ৷ পলিসি নম্বর ও আপনার সম্বন্ধে তথ্য যেমন জন্মদিন, মোবাইল নম্বর এন্টার করুন ৷ প্রিমিয়ামের টাকার অঙ্ক দিয়ে কনফার্ম করলেই পলিসির প্রিমিয়াম জমা পড়ে যাবে ৷
৪) সহজেই মিলবে লোন - পার্সোনাল লোনের জন্য এটিএম থেকে আবেদন জানাতে পারবেন ৷ এর জন্য ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই ৷ একাধিক বেসরকারি ব্যাঙ্ক গ্রাহকদের এটিএমের মাধ্যমে প্রি অ্যাপ্রুভড পার্সোনাল লোন দিচ্ছে ৷
৫) ক্যাশ ট্রান্সফার- এটিএমের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ক্যাশ ট্রান্সফার করতে পারবেন ৷ এর জন্য অনলাইন বা ব্রাঞ্চে সেই অ্যাকাউন্টটি রেজিস্টার করাতে হবে যেখানে টাকা ট্রান্সফার করতে হবে ৷ এটিএম থেকে একবারে ৪০,০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন ৷
৬) ক্যাশ ডিপোজিটের সুবিধা- দেশের প্রায় সমস্ত ব্যাঙ্ক তাদের এটিএম মেশিনের সঙ্গে ক্যাশ ডিপোজিট মেশিনও লাগানো রয়েছে ৷ এর মাধ্যমে ক্যাশ ডিপোজিটের সুবিধা মিলবে ৷ একবারে মেশিনের মাধ্যমে ৪৯,৯০০ টাকা জমা করতে পারবেন ৷ মেশিনে ২০০০, ৫০০, ১০০ ও ৫০ টাকার নোট জমা করা যেতে পারে৷
৭) বিল দেওয়ার সুবিধা- টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য একাধিক বিল এটিএমের মাধ্যমে দেওয়া যেতে পারে সহজেই ৷ এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে আগে নিজেকে রেজিস্টার করাতে হবে ৷
৮) মোবাইল রিচার্জ - এটিএম থেকে প্রিপেড মোবাইল রিচার্জ করাতে পারবেন ৷
৯) টাকা দান করতে পারবেন- মন্দির বা চ্যারিটিতে এটিএমের মাধ্যমে দান দিতে পারবেন ৷
১০) চেক বুকের আবেদন- এটিএম থেকে চেক বুকের জন্য আবেদন জানাতে পারবেন ৷ এরপর আপনার রেজিস্টার্ড ঠিকানায় চেক বুক চলে আসবে ৷