মাত্র ৪৫ মিনিটে ৫ লক্ষ টাকার লোন দিচ্ছে SBI, ৬ মাস পর্যন্ত দিতে হবে না EMI

Last Updated:

কীভাবে আবেদন করবেন? দেখে নিন

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ১৭ মে করা হয়েছে ৷ জরুরি জিনিসের দোকান ছাড়া প্রায় সব দোকানই বন্ধ রয়েছে ৷ কোভিড ১৯ এর প্রভাব সবচেয়ে বেশি মধ্যবিত্তদের উপরে পড়েছে ৷ এর জেরে মানুষের হাতে টাকা নেই ৷ আয় নেই, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আগামী দিনগুলি কীভাবে কাটবে বা রোজগার কোথা থেকে হবে তা নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ ৷ দেশের আর্থিক অবস্থার উপরও এর প্রভাব পড়েছে ৷
এরকম অবস্থায় যদি আপনার টাকার দরকার পড়ে তাহলে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার সাহায্য করতে পারবে ৷ এসবিআই খুব অল্প সময়ের মধ্যে কম সুদে আপনাকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিতে পারবে ৷ সবচেয়ে সুবিধার বিষয় হল এই লোনের জন্য আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারবেন ৷ আপনার এই কাজ মাত্র ৪৫ মিনিটে হয়ে যাবে ৷
advertisement
করোনা ভাইরাস মহামারীর মধ্যে সাধারণ মানুষের সাহায্যের জন্য স্টেট ব্যাঙ্কের তরফে এই নতুন লোন লঞ্চ করা হয়েছে ৷ এতে প্রথম ছ’মাস পর্যন্ত দিতে হবে না কোনও ইএমআই ৷ অথার্ৎ চলতি মাসে লোন নিলে অক্টোবর পর্যন্ত আপনাকে ইএমআই দিতে হবে না ৷ ৬ মাস পর থেকে ইএমআই শুরু হবে ৷
advertisement
আপনি যে কোনও সময়ে স্টেট ব্যাঙ্কের পার্সোনাল এমারজেন্সি লোন নিতে পারবেন ৷ এর জন্য বছরে ৭.২৫ শতাংশ সুদ দিতে হবে ৷ পার্সোনাল লোন ২ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন ৷ পেনশন লোনে পেয়ে যাবেন ২.৫ লক্ষ টাকা ৷ সার্ভিস ক্লাসের জন্য ৫ লক্ষ টাকা লোন মিলবে ৷
advertisement
কীভাবে আবেদন করবেন?
বাড়িতে বসে আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বর থেকে PAPL টাইপ করে স্পেসের পর আপনার অ্যাকাউন্ট নম্বরের শেষের ৪ডিজিট লিখে 567676 এসএমএস পাঠিয়ে দিন ৷
ব্যাঙ্ক আপনাকে যোগ্য মনে করলে মাত্র চারটি প্রোসেসের মধ্যে দিয়ে আপনি লোন পেয়ে যাবেন লোন ৷ YONO SBI অ্যাপের মাধ্যমেও লোনের আবেদন করতে পারবেন ৷ এই ক্ষেত্রে Avail Now অপশন সিলেক্ট করতে হবে ৷
advertisement
এরপর কত টাকার লোন নিতে চান তা জানাতে হবে ৷ এরপর আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে ৷ ওটিপি দিতেই আপনার অ্যাকাউন্টে লোনের টাকা ট্রান্সফার হয়ে যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৪৫ মিনিটে ৫ লক্ষ টাকার লোন দিচ্ছে SBI, ৬ মাস পর্যন্ত দিতে হবে না EMI
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement